Ajker Patrika

সাকিবের ভূমিকাটাই পালন করছেন তাইজুল

সাকিবের ভূমিকাটাই পালন করছেন তাইজুল

চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে নেই সাকিন আল হাসান। তবে চট্টগ্রামে সাকিবের অনুপস্থিতিতে একটুও টের পেতে দেননি তাইজুল ইসলাম। স্পিন ঘূর্ণিতে পাকিস্তানকে ধসিয়ে দিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশকে লিডও এনে দিয়েছেন তিনি। ১১৬ রানে ৭ উইকেট নিয়ে আজ তৃতীয় দিনের পুরো আলোটাই কেড়ে নিয়েছেন তাইজুল। 

দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে তাই কথা বলতে আসেন তাইজুল। সাকিবের অভাব টের পেতে না দিলেও তাইজুলের আলোচনা জুড়েই সাকিবের আনাগোনা ছিল। সাকিবের দায়িত্বটাই যে এই টেস্টে তাঁকে পালন করতে হচ্ছে। উইকেট নেওয়ার সঙ্গে রান আটকানোর দায়িত্বও নিজের কাঁধেই নেওয়া তাইজুল জানালেন, ‘সাকিব ভাই থাকলে দায়িত্ব একরকম থাকে, উনি না থাকলে অন্যরকম। যেহেতু সাকিব ভাই নেই তাঁর দায়িত্বটা আমাকেই পালন করতে হচ্ছে। রান আটকানোর সঙ্গে উইকেট নেওয়ার চাপও থাকে। দুটোই আমাকে করতে হচ্ছে।’ 

বাংলাদেশের আগের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরির অধীনে বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছিলেন তাইজুল। এই টেস্টে ফিরে গেছেন আবার আগের অ্যাকশনে। নিজের পুরোনো অ্যাকশনেই সফল হয়েছেন বলে জানালেন তাইজুল, ‘এটা সত্যি, আমি পুরোনো অ্যাকশনেই সফল। ভালো কিছুর চেষ্টা করেছিলাম। সোহেল ভাইয়ের (ভারপ্রাপ্ত স্পিন পরামর্শক) সঙ্গে কাজ করে উপকার পেয়েছি। আমি যখন ফিরি সোহেল ভাই অনেক সহায়তা করেছেন। উনি আমার অ্যাকশন সম্পর্কে খুব ভালো জানেন। এ জন্য সমস্যা হয়নি।’ 

তাইজুলের দুর্দান্ত বোলিংয়ের পরও দিনটা স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি বাংলাদেশ। ৩৯ রানে যে নেই চার উইকেট। ব্যাপারটা হতাশার কি না এমন প্রশ্নে তাইজুল জানালেন, ‘ক্রিকেটে অনেক সময় এমন হতে পারে। কেউ তো ইচ্ছে করে আউট হতে চায় না। প্রথম ইনিংসেও এমনটা হয়েছিল। আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। আশা করছি, আবার ঘুরে দাঁড়াতে পারব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত