নদী-খাল খননে স্বস্তিতে সুনামগঞ্জে কৃষকেরা
২০২১ সালের জুনে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সুনামগঞ্জবাসী। এ ছাড়া প্রতিবছরই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের পানি উপচে প্লাবিত হয় ফসল। নদীর নাব্যতা-সংকট, হাওরে অপরিকল্পিত বাঁধ ও স্লুইসগেট নির্মাণ, হাওর-বিল ভরাটই এর কারণ হিসেবে দেখছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা।