সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার সব উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে। সময়মতো বাঁধের কাজ শুরু হওয়ায় স্বস্তিতে কৃষকেরা। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার একযোগে জেলার ১২ উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়।
সুনামগঞ্জের দিরাই, তাহিরপুর, দোয়ারাবাজার উপজেলায় আনুষ্ঠানিকভাবে বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। দিরাই উপজেলার চাপতির হাওরের ভাঙন রোধে বাঁধের কাজের মাধ্যমে এই উপজেলার ফসলরক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কাবিটার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, সদস্যসচিব ও পানি উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম হোসেন।
এ সময় স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন, চাপতির হাওর পাড়ের কৃষক আব্দুল্লাহ বলেন, ‘গেল বছর এই বাঁধ ভাইঙ্গা আমরার ফসল তলাইয়া গেছে। তবে এইবার এই হাওরে প্রথমেই কাজ ধরাইছে। আমরা আশাবাদী বাঁধটা টেকসই হইব।’
অন্যদিকে জেলার দোয়ারাবাজার উপজেলায়ও ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন হয়েছে। এ ছাড়া তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ শনির হাওরের ডুবন্ত বাঁধের ভাঙন বন্ধকরণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির আয়োজনে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শওকত জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী আরিফ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ।
পাউবো সূত্র জানায়, জেলার সব কটি হাওরে আজ থেকে বাঁধের কাজ শুরু হয়েছে। পিআইসি যাচাই-বাছাই চলছে। এখন পর্যন্ত ১৯৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, সঠিক সময়ে কাজ শুরু হয়েছে। এখনো প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) যাচাই-বাছাইয়ের কাজ চলমান আছে। শিগগিরই জেলার সব পিআইসি যাচাই-বাছাই শেষ করে পুরোদমে কাজ শুরু হবে। নির্ধারিত সময়ের ভেতরই কাজ শেষ হবে বলেও জানান তিনি।
সুনামগঞ্জ জেলার সব উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে। সময়মতো বাঁধের কাজ শুরু হওয়ায় স্বস্তিতে কৃষকেরা। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার একযোগে জেলার ১২ উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়।
সুনামগঞ্জের দিরাই, তাহিরপুর, দোয়ারাবাজার উপজেলায় আনুষ্ঠানিকভাবে বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। দিরাই উপজেলার চাপতির হাওরের ভাঙন রোধে বাঁধের কাজের মাধ্যমে এই উপজেলার ফসলরক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কাবিটার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, সদস্যসচিব ও পানি উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম হোসেন।
এ সময় স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন, চাপতির হাওর পাড়ের কৃষক আব্দুল্লাহ বলেন, ‘গেল বছর এই বাঁধ ভাইঙ্গা আমরার ফসল তলাইয়া গেছে। তবে এইবার এই হাওরে প্রথমেই কাজ ধরাইছে। আমরা আশাবাদী বাঁধটা টেকসই হইব।’
অন্যদিকে জেলার দোয়ারাবাজার উপজেলায়ও ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন হয়েছে। এ ছাড়া তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ শনির হাওরের ডুবন্ত বাঁধের ভাঙন বন্ধকরণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির আয়োজনে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শওকত জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী আরিফ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ।
পাউবো সূত্র জানায়, জেলার সব কটি হাওরে আজ থেকে বাঁধের কাজ শুরু হয়েছে। পিআইসি যাচাই-বাছাই চলছে। এখন পর্যন্ত ১৯৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, সঠিক সময়ে কাজ শুরু হয়েছে। এখনো প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) যাচাই-বাছাইয়ের কাজ চলমান আছে। শিগগিরই জেলার সব পিআইসি যাচাই-বাছাই শেষ করে পুরোদমে কাজ শুরু হবে। নির্ধারিত সময়ের ভেতরই কাজ শেষ হবে বলেও জানান তিনি।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৮ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩৩ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৮ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে