Ajker Patrika

বাঁধের মাটি নেতার ‘পেটে’

ধুনট (বগুড়া) প্রতিনিধি
বাঁধের মাটি নেতার ‘পেটে’

বগুড়ার ধুনটে অবৈধভাবে সরকারি খালের বাঁধ কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ওই বাঁধ কাটার কারণে বর্ষা মৌসুমে পেঁচিবাড়ি-ফড়িংহাটা খালের পাড় উপচে কৃষিজমিতে পানি ঢুকে ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে (পাউবো) পেঁচিবাড়ি থেকে ফড়িংহাটা গ্রাম পর্যন্ত ৬ কিলোমিটার খাল পুনর্খননকাজ শুরু করা হয়। ওই খাল খনন করে সেই মাটি দিয়ে খালের দুই পাশে উচু বাঁধ (পাড়) তৈরির মাধ্যমে ২০২০ সালে কাজ শেষ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ২ কোটি ৪২ লাখ টাকা। এই খালের পানি দিয়ে স্থানীয় কৃষকেরা আবাদি জমিতে সেচের চাহিদা পূরণ করেন।

গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকারিয়া হাবিব ও তাঁর সহযোগীরা চার দিন ধরে ওই খালের বিশ্ব হরিগাছা অংশ থেকে খননযন্ত্র দিয়ে বাঁধের মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রি করছেন। মাটি কাটার ফলে উঁচু বাঁধ সমতলভূমিতে পরিণত হচ্ছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি-এসি ল্যান্ড) নুরুল আমিন ছয় মাসের প্রশিক্ষণে উপজেলার বাইরে আছেন। স্থানীয়দের অভিযোগ, এ সুযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব অবৈধভাবে বাঁধ কেটে মাটি বিক্রি করছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, খাল পুনর্খনন করায় তাঁরা ফসলি জমিতে সেচ সুবিধা পেয়েছেন। কিন্তু বাঁধ কেটে মাটি বিক্রি করায় জমির সঙ্গে পাড় সমান হয়ে যাচ্ছে। এতে খালের পানি পাড় উপচে জমিতে প্রবেশ করে ফসলের ক্ষতি হবে। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাচ্ছেন না স্থানীয়রা।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব বলেন, ‘আমার নাম ভেঙে কে বা কারা খালের বাঁধ কেটে মাটি বিক্রি করছে, তা জানা নেই। তবে ওই বাঁধ কেটে মাটি বিক্রির সঙ্গে আমি জড়িত না। তারপরও আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

খাল থেকে বাঁধের মাটি ক্রেতা এমভিসি ব্রিকসের (ইটভাটা) ব্যবস্থাপক নাঈম বাবু বলেন, ‘জাকারিয়া হাবিব নামের স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মাটি কিনে নিয়ে ভাটায় ইট তৈরির কাজে ব্যবহার করছি।’

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী আসাদুল হক বলেন, ‘খালের পাড় কেটে মাটি নিয়ে যাওয়ার কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত