যে গ্রামে বাড়ির ছাদ, দেয়াল বড় পাথরের
পাহাড়ের ওপর অবস্থিত পর্তুগালের ছোট্ট গ্রাম মোনসেনতোতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই চমকে যাবেন। বিশাল সব পাথর ছড়িয়ে আছে গোটা গ্রামময়। আর কী আশ্চর্য! এখানকার ঘর–বাড়িগুলোর কোনোটা পাথরের নিচে, কোনো ওপরে, কিছু কিছু আবার বিশাল দুই পাথরের মাঝখানে।