Ajker Patrika

সৌদি লিগের মৌসুমসেরা একাদশেও জায়গা পাননি রোনালদো 

আপডেট : ০৯ জুন ২০২৩, ১৫: ২৬
সৌদি লিগের মৌসুমসেরা একাদশেও জায়গা পাননি রোনালদো 

চলতি মৌসুমে আল নাসর হতাশাজনক পারফর্ম করলেও দারুণ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম মৌসুমে খেলতে এসে সৌদি প্রো লিগে সর্বোচ্চ পাঁচ গোলদাতার তালিকায় নিজের নাম লিখিয়েছেন। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মেলেনি রোনালদোর। সৌদি লিগের মৌসুমসেরা একাদশে জায়গা পাননি পর্তুগিজ এই তারকা ফুটবলার। 

২০২২-২৩ মৌসুমের সৌদি প্রো লিগের একাদশের তালিকা দিয়েছে অপ্টা অ্যানালিস্ট। ৪-১-২-৩ ফরম্যাটে অপ্টা অ্যানালিস্টের বানানো এই দলে জায়গা হয়নি মৌসুমের সর্বোচ্চ দুই গোলদাতা আবদেররাজ্জাক হামদাল্লাহ ও তালিসকার। আল ইত্তিহাদের হামদাল্লাহ করেছেন ২১ গোল আর আল নাসরের জার্সিতে তালিসকা করেছেন ২০ গোল। এই দলের আক্রমণভাগে আছেন ওদিওন ইঘালো, ফেরাস আল ব্রাইকান ও মুরাদ বাতনা। লিগে তৃতীয় সর্বোচ্চ ১৯ গোল করেছেন ইঘালো এবং ১৭ গোল করে ইঘালোর পরেই আছেন ব্রাইকান। 

সৌদি প্রো লিগের এই একাদশে সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের, যার মধ্যে তিনজন ডিফেন্ডার। এ ছাড়া আল নাসর, আল ফতেহর দুজন করে খেলোয়াড় এবং একজন করে আছেন আল হিলাল ও আল তাওয়ুনের। 

গত বছরের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রোনালদো। সৌদিতে এসেই প্রথম মৌসুমে ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ গোলের সবকটিই করেছেন সৌদি প্রো লিগে। তালিসকার পর মৌসুমে আল নাসরের দ্বিতীয় সর্বোচ্চ গোল দিয়েছেন রোনালদো।

সৌদি প্রো লিগের ২০২২-২৩ মৌসুমের একাদশ: 
গোলরক্ষক: মার্সেলো গ্রোহে (আল ইত্তিহাদ) 
রক্ষণভাগ: গিসলেইন কোনান (আল নাসর), আহমেদ শারাহিলি (আল ইত্তিহাদ), আহমেদ হেগাজি (আল ইত্তিহাদ), মাদাল্লাহ আল ওলেয়ান (আল ইত্তিহাদ) 
আক্রমণভাগ: ওদিওন ইঘালো (আল হিলাল), ফেরাস আল ব্রাইকান (আল ফতেহ), মুরাদ বাতনা (আল ফতেহ) 
মিডফিল্ডার: কাকু (আল তাওয়ুন), রোমারিনহো (আল ইত্তিহাদ), লুইজ গুস্তাভো (আল নাসর)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত