চলতি মৌসুমে আল নাসর হতাশাজনক পারফর্ম করলেও দারুণ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম মৌসুমে খেলতে এসে সৌদি প্রো লিগে সর্বোচ্চ পাঁচ গোলদাতার তালিকায় নিজের নাম লিখিয়েছেন। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মেলেনি রোনালদোর। সৌদি লিগের মৌসুমসেরা একাদশে জায়গা পাননি পর্তুগিজ এই তারকা ফুটবলার।
২০২২-২৩ মৌসুমের সৌদি প্রো লিগের একাদশের তালিকা দিয়েছে অপ্টা অ্যানালিস্ট। ৪-১-২-৩ ফরম্যাটে অপ্টা অ্যানালিস্টের বানানো এই দলে জায়গা হয়নি মৌসুমের সর্বোচ্চ দুই গোলদাতা আবদেররাজ্জাক হামদাল্লাহ ও তালিসকার। আল ইত্তিহাদের হামদাল্লাহ করেছেন ২১ গোল আর আল নাসরের জার্সিতে তালিসকা করেছেন ২০ গোল। এই দলের আক্রমণভাগে আছেন ওদিওন ইঘালো, ফেরাস আল ব্রাইকান ও মুরাদ বাতনা। লিগে তৃতীয় সর্বোচ্চ ১৯ গোল করেছেন ইঘালো এবং ১৭ গোল করে ইঘালোর পরেই আছেন ব্রাইকান।
সৌদি প্রো লিগের এই একাদশে সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের, যার মধ্যে তিনজন ডিফেন্ডার। এ ছাড়া আল নাসর, আল ফতেহর দুজন করে খেলোয়াড় এবং একজন করে আছেন আল হিলাল ও আল তাওয়ুনের।
গত বছরের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রোনালদো। সৌদিতে এসেই প্রথম মৌসুমে ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ গোলের সবকটিই করেছেন সৌদি প্রো লিগে। তালিসকার পর মৌসুমে আল নাসরের দ্বিতীয় সর্বোচ্চ গোল দিয়েছেন রোনালদো।
সৌদি প্রো লিগের ২০২২-২৩ মৌসুমের একাদশ:
গোলরক্ষক: মার্সেলো গ্রোহে (আল ইত্তিহাদ)
রক্ষণভাগ: গিসলেইন কোনান (আল নাসর), আহমেদ শারাহিলি (আল ইত্তিহাদ), আহমেদ হেগাজি (আল ইত্তিহাদ), মাদাল্লাহ আল ওলেয়ান (আল ইত্তিহাদ)
আক্রমণভাগ: ওদিওন ইঘালো (আল হিলাল), ফেরাস আল ব্রাইকান (আল ফতেহ), মুরাদ বাতনা (আল ফতেহ)
মিডফিল্ডার: কাকু (আল তাওয়ুন), রোমারিনহো (আল ইত্তিহাদ), লুইজ গুস্তাভো (আল নাসর)
চলতি মৌসুমে আল নাসর হতাশাজনক পারফর্ম করলেও দারুণ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম মৌসুমে খেলতে এসে সৌদি প্রো লিগে সর্বোচ্চ পাঁচ গোলদাতার তালিকায় নিজের নাম লিখিয়েছেন। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মেলেনি রোনালদোর। সৌদি লিগের মৌসুমসেরা একাদশে জায়গা পাননি পর্তুগিজ এই তারকা ফুটবলার।
২০২২-২৩ মৌসুমের সৌদি প্রো লিগের একাদশের তালিকা দিয়েছে অপ্টা অ্যানালিস্ট। ৪-১-২-৩ ফরম্যাটে অপ্টা অ্যানালিস্টের বানানো এই দলে জায়গা হয়নি মৌসুমের সর্বোচ্চ দুই গোলদাতা আবদেররাজ্জাক হামদাল্লাহ ও তালিসকার। আল ইত্তিহাদের হামদাল্লাহ করেছেন ২১ গোল আর আল নাসরের জার্সিতে তালিসকা করেছেন ২০ গোল। এই দলের আক্রমণভাগে আছেন ওদিওন ইঘালো, ফেরাস আল ব্রাইকান ও মুরাদ বাতনা। লিগে তৃতীয় সর্বোচ্চ ১৯ গোল করেছেন ইঘালো এবং ১৭ গোল করে ইঘালোর পরেই আছেন ব্রাইকান।
সৌদি প্রো লিগের এই একাদশে সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের, যার মধ্যে তিনজন ডিফেন্ডার। এ ছাড়া আল নাসর, আল ফতেহর দুজন করে খেলোয়াড় এবং একজন করে আছেন আল হিলাল ও আল তাওয়ুনের।
গত বছরের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রোনালদো। সৌদিতে এসেই প্রথম মৌসুমে ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ গোলের সবকটিই করেছেন সৌদি প্রো লিগে। তালিসকার পর মৌসুমে আল নাসরের দ্বিতীয় সর্বোচ্চ গোল দিয়েছেন রোনালদো।
সৌদি প্রো লিগের ২০২২-২৩ মৌসুমের একাদশ:
গোলরক্ষক: মার্সেলো গ্রোহে (আল ইত্তিহাদ)
রক্ষণভাগ: গিসলেইন কোনান (আল নাসর), আহমেদ শারাহিলি (আল ইত্তিহাদ), আহমেদ হেগাজি (আল ইত্তিহাদ), মাদাল্লাহ আল ওলেয়ান (আল ইত্তিহাদ)
আক্রমণভাগ: ওদিওন ইঘালো (আল হিলাল), ফেরাস আল ব্রাইকান (আল ফতেহ), মুরাদ বাতনা (আল ফতেহ)
মিডফিল্ডার: কাকু (আল তাওয়ুন), রোমারিনহো (আল ইত্তিহাদ), লুইজ গুস্তাভো (আল নাসর)
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১২ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে