Ajker Patrika

পর্তুগালে দেয়ালচাপায় ২ বাংলাদেশি নিহত

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭: ১২
পর্তুগালে দেয়ালচাপায় ২ বাংলাদেশি নিহত

ইউরোপের দেশ পর্তুগালে দেয়ালচাপায় শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২) নামে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে কনস্ট্রাকশনের কাজ করার সময় দেয়াল চাপা পড়ে তাঁরা মারা যান।

শাহীন আহমেদ মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকার নিতেশ্বর গ্রামের আরশদ মোল্লার ছেলে ও সুহেদ আহমেদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজান পাড়ার গ্রামের বাসিন্দা।

জানা যায়, পর্তুগালের বেজায়ে কনস্ট্রাকশনের কাজ করার সময় বাংলাদেশি শ্রমিক শাহিন ও সুহেদের ওপর দেয়াল ভেঙে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খলকুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, পর্তুগালে কাজ করার সময় ওই দুই বাংলাদেশি মারা গেছেন। তাঁদের পরিবারে আর্তনাদ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত