Ajker Patrika

আল নাসরকে সেমিতে তুলে রোনালদোর আনন্দ

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১২: ৩৭
আল নাসরকে সেমিতে তুলে রোনালদোর আনন্দ

আল নাসরের বাঁচা মরার ম্যাচ মানেই যেন ক্রিস্টিয়ানো রোনালদো-গতকাল তা আবারও প্রমাণ হয়েছে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত গোল করেছেন তিনি। রাজা ক্লাব অ্যাথলেটিককে ৩-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে ওঠে আল নাসর। দল সেমিতে ওঠায় খুশি রোনালদো। 

প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে আল নাসরের প্রথম গোলই করেছেন রোনালদো। ১৯ মিনিটে সাদিও মানের দূরপাল্লার শট রিসিভ করেন তালিসকা। এরপর ডি বক্সে তালিসকা পাস দিয়েছেন রোনালদোকে। পর্তুগিজ এই ফরোয়ার্ড ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। ২৯ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোল করেন সুলতান আল ঘান্নাম। আর দলের তৃতীয় গোল ৩৮ মিনিটে করেন সেকো ফোফানা। ৪১ মিনিটে ম্যাচের চতুর্থ গোলও করে আল নাসর। তবে এবার আত্মঘাতী গোল করেছেন আব্দুল্লাহ মাদু। দ্বিতীয়ার্ধে কেউ কোনো গোল করতে পারেনি। ৩-১ গোলের জয় পায় আল নাসর। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘সেমি ফাইনালে উঠে গেছি। গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালোই লাগছে।’ 

এর আগে গত বৃহস্পতিবার কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সি গ্রুপের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আল নাসর ও জামালেক। ১-০ গোলে পিছিয়ে থাকা আল নাসরকে ৮৭ মিনিটে সমতায় ফেরান রোনালদো। ১-১ গোলে ড্র হওয়ায় আল নাসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল। রোনালদোর এই গোলটি ছিল আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ডান পা ছাড়া ৩০০ তম গোল। সৌদি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচ ১৭ গোল করেন ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত