শঙ্কার মধ্যে আজ ভোট
উৎসব নেই, আছে ‘আতঙ্ক–ভয়’। প্রার্থীর ওপর হামলা, সংঘর্ষ, বসতবাড়ি ও যানবাহনে হামলা–ভাঙচুর, প্রচার মাইক ভেঙে ফেলা, লিফলেট–পোস্টার ছিঁড়ে ফেলা, গুলি, খুনের ঘটনাও ঘটেছে। এসব সহিংস কার্যক্রমের মধ্য দিয়ে পটুয়াখালীর ১৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট আজ।