Ajker Patrika

২৭ ইউপির ১৭টিতে আ.লীগের জয়

পটুয়াখালী ও পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৭: ৪৭
২৭ ইউপির ১৭টিতে   আ.লীগের জয়

পটুয়াখালীর ৪ উপজেলায় ১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে এসব ইউপির ১৩টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া পিরোজপুরের ৩ উপজেলার ৮ ইউপিতে নৌকা প্রতীক নিয়ে ৪ জন, স্বতন্ত্র ৩ জন এবং জাতীয় পার্টি–জেপির ১ জন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউপিতে নৌকা প্রতীকের তানজিন নাহার সোনিয়া, ছোট বিঘাই ইউপিতে নৌকা প্রতীকের আলতাফ হোসাইন হাওলাদার, লোহালিয়া ইউপিতে নৌকা প্রতীকের কবির হোসেন তালুকদার, মাদারবুনিয়া ইউপিতে নৌকা প্রতীকের আমিনুল ইসলাম মাসুম মৃধা, আউলিয়াপুর ইউপিতে নৌকা প্রতীকের হুমায়ুন কবির, মরিচবুনিয়া ইউপিতে নৌকা প্রতীকের মাসুম মৃধা এবং বড় বিঘাই ইউপিতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর হাওলাদার বিজয়ী হয়েছেন।

গলাচিপা উপজেলার পানপট্টি ইউপিতে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা, চরবিশ্বাস ইউপিতে নৌকা প্রতীকের তোফাজ্জেল হোসেন বাবুল, ডাকুয়া ইউপিতে নৌকা প্রতীকের রনজিৎ রায়, গলাচিপা সদর ইউপিতে নৌকা প্রতীকের জাহাঙ্গীর হোসেন টুটু, গজালিয়া ইউপিতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিব বিশ্বাস, চরকাজল ইউপিতে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান মোল্লা, কলাগাছিয়া ইউপিতে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাইনুল সিকদার ও বকুলবাড়িয়া ইউপিতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম।

দশমিনা সদর ইউপিতে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকর ইকবাল মাহমুদ লিটন ও বেতাগি–সানকিপুর ইউপিতে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের মশিউর রহমান ঝন্টু।

বাউফলের নওমালা ইউপিতে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের কামাল হোসেন বিশ্বাস ও সূর্যমনি ইউপিতে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের আনোয়ার হোসেন বাচ্চু।

জেলার সদর উপজেলার শংকরপাশা ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। দূর্গাপুর ইউপিতে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী নোমান মৃধা ও শিকদার মল্লিক ইউপিতে নৌকা প্রতীকের শহিদুল ইসলাম হাওলাদার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আশুতোষ বেপারী, শাঁখারীকাঠী ইউপিতে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী খালিদ হোসেন সজল ও শ্রীরামকাঠী ইউপিতে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী কামরুজ্জামান শাওন ও পত্তাশী ইউপিতে জাতীয় পার্টি–জেপির মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী শাহীন হাওলাদার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত