Ajker Patrika

হামলা ও গুলির প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬: ৪৭
হামলা ও গুলির প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

পিরোজপুর সদরের শংকরপাশা ইউনিয়নে নৌকার নির্বাচনী প্রচার শেষে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবলীগ।

গত মঙ্গলবার বিকেলে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের টাউন ক্লাব রোড থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সদর থানা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন, পৌর যুবলীগের সভাপতি আবু সাইদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পিরোজপুরের ৩টি উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি মহল নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় গত রোববার সন্ধ্যায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হন। এ ঘটনার প্রধান আসামি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন গ্রেপ্তার হলেও অন্যান্য আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন ভাবে তাঁরা এলাকায় প্রভাব বিস্তার করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত