Ajker Patrika

১৮ বছর পর সম্মেলন আজ

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৭: ৫৬
১৮ বছর পর সম্মেলন আজ

দীর্ঘ ১৮ বছর পর পটুয়াখালীর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হচ্ছে আজ শনিবার। সকাল ১০টায় শহীদ আলাউদ্দিন শিশুপার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে নেতা–কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ সম্মেলন কেন্দ্রের আশপাশে শোভা পাচ্ছে বিভিন্ন নেতার ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন।

সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এতে বিশেষ অতিথি হিসেবে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে সম্মেলনকে ঘিরে সংগঠনের ঝিমিয়ে পড়া নেতা–কর্মীরা ইতিমধ্যে চাঙা হয়ে উঠেছেন। সম্মেলন সফল করার জন্য চলছে তোড়জোড়। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা নিজেদের পক্ষের পাল্লা ভারী করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জানা যায়, সর্বশেষ ২০০৩ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছাসেবক লীগের পটুয়াখালী জেলা কমিটি গঠিত হয়। ৫৩ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদ মিয়া ও সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট উজ্জ্বল বোস। ২০১০ সালের ৩১ মে শহিদ মিয়া মৃত্যুবরণ করলে সংগঠনের সহসভাপতি শাহানুর হক ব্যাপারীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। অন্যদিকে জেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল বোস ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৯ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মূল দলের সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়েন।

জানা গেছে, সংগঠনের সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। এর মধ্যে সভাপতি পদপ্রার্থী হিসেবে বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি শাহানুর হক ব্যাপারী, সদর উপজেলা কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রেজা ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি উজ্জ্বল সিকদার রয়েছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রিফাত হাসান সজিব ও পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান পারভেজের নাম শোনা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত