Ajker Patrika

উপাধ্যক্ষ নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৭: ৫৭
উপাধ্যক্ষ নিয়োগে দুর্নীতি  ও অনিয়মের অভিযোগ

বেতাগীতে রহমতপুর আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষ ও অফিস সহকারী পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায় ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের রহমতপুর আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষ ও অফিস সহকারী পদে নিয়োগের জন্য জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ প্রেক্ষিতে উপাধ্যক্ষ পদে ৪টি ও অফিস সহকারী পদে ৫টি আবেদন পরে।

গত ১ অক্টোবর পাঁচ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটি পটুয়াখালী জেলার বাসিন্দা ও মাদারীপুরের একটি মাদ্রাসার শিক্ষক মো. বশিরুল্লাকে উপাধ্যক্ষ ও লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা মুহাম্মদ মেহেদী হাসানকে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে অফিস সহকারী পদে নিয়োগে দেয়। নিয়োগ বোর্ডে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক আবুল কালাম আজাদ, সাংসদ শওকত হাচানুর রহমানের প্রতিনিধি হিসেবে বেতাগী সদরের ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খলিফাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মাদ্রাসায় বিভিন্ন পদে নিয়োগে আবেদনকারীদের মধ্যে কয়েকজনকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড দেওয়া হয়নি। ফলে অনেকেই জানতে পারেননি কখন নিয়োগ পরীক্ষা হবে। মাদ্রাসার অধ্যক্ষ পূর্বপরিকল্পিতভাবে সবকিছু গোপন রেখে অনিয়মের আশ্রয় নিয়ে ওই পদে নিয়োগ কার্যক্রম সম্পাদন করেন।

শিক্ষাসচিবের কাছে আবেদনকারী বেলাল হোসেন ও হাছিবুর রহমান বলেন, ওই সকল পদের আবেদনকারীরা ক্ষতিগ্রস্ত।

অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযোগকারীদের সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ জন্য তাঁরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। স্বচ্ছতা বজায় রেখেই নিয়োগ হয়েছে।’

মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাক খান বলেন, ‘নিয়োগ বোর্ডের সকল সদস্যের উপস্থিতিতে পরীক্ষার মাধ্যমে তাঁদের নিয়োগে দেওয়া হয়েছ। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তবে এটি মন্ত্রণালয়ের শিক্ষাসচিব বরাবর করা হয়েছে। সেহেতু মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত