পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন, গতবছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা
পঞ্চগড়ে এবার মরিচ চাষ হয়েছে ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে স্থানীয় জাতের মরিচ ছাড়াও উচ্চফলনশীল (হাইব্রিড) জাতের বাঁশ গাইয়া, জিরা, মল্লিকা, বিন্দু, হটমাস্টার, সুরক্ষাসহ বিভিন্ন জাতের মরিচের ব্যাপক চাষ হয়েছে। যেসব উঁচু জমিতে অন্য ফসল ভালো হয় না সেসব জমিতে এবার বেশি মরিচ চাষ করেছেন চাষিরা।