Ajker Patrika

বিয়ে করলেন রেলমন্ত্রী

প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২১, ২০: ০৪
বিয়ে করলেন রেলমন্ত্রী

বোদা (পঞ্চগড়):  বিয়ে করলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গত ৩ জুন দুই পরিবারের কয়েকজনকে নিয়ে মন্ত্রীর এক আত্মীয়ের বাসায় বিয়ে অনুষ্ঠিত হয়। তবে বিয়ের সব আনুষ্ঠানিকতা ছিল অত্যন্ত গোপনীয়।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব বিয়ের পরের দিন তাঁর ফেসবুক ওয়ালে বিয়েবাটির একটি ছবি দিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানান। এরপর থেকে মন্ত্রীর বিয়ের বিষয়টি সবাই নিশ্চিত হয়। 

বোদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহসিনুল হক মহসিন জানান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুল কাদের মন্ত্রীকে ফোন করেই বিয়ের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

মহসিনুল হক আরও জানান, যাঁকে মন্ত্রী বিয়ে করেছেন তাঁর বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। এর আগে মেয়েটির আরেকটি বিয়ে হয়েছিল। স্বামী মারা গেছেন। সেই সংসারে নবম শ্রেণিতে পড়া এক সন্তান রয়েছে। মন্ত্রীর নববিবাহিতা স্ত্রী ঢাকার গুলশানে থাকেন। তিনি পেশায় একজন আইনজীবী। এর বাইরেও তিনি আবাসন প্রকল্পের ব্যবসার সঙ্গে জড়িত।

জানা গেছে, রেলমন্ত্রীর স্ত্রীর নাম শাম্মী আক্তার। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার প্রয়াত আবদুর রহিমের মেয়ে। ৫ জুন (শনিবার) ঢাকার উত্তরায় মন্ত্রী নূরুল ইসলামের সঙ্গে শাম্মী আক্তারের আকদ হয়। শাম্মী আক্তার পেশায় একজন আইনজীবী। পাশাপাশি ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। কনে শাম্মী আক্তারের বসয় ৪২ বছর আর বর নূরুল ইসলামের বয়স ৬৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত