Ajker Patrika

পঞ্চগড়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১: ৩৭
পঞ্চগড়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

পঞ্চগড়: বাসা থেকে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় পঞ্চগড়ের বোদায় আত্মহত্যা করেছে আরমিন আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী। সে এলাকার আব্দুল জব্বারের মেয়ে। সে সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাকোয়া শিংপাড়া এলাকার শফিকুলের ছেলে সাকোয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র রাশেদ ইসলামের (১৬) সাথে মেয়েটির প্রেমের সর্ম্পক চলছিল। তাদের এ সর্ম্পক উভয় পরিবার মেনে নিচ্ছিল না।

গতকাল ১৯ এপ্রিল রাতে ছেলেটি মেয়ের সাথে দেখা করতে মেয়ের বাসায় যায়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ছেলেকে আটক করে। ছেলেকে আটক করার কথা শুনে, আরমিন আক্তার আত্মসম্মান ও ভয়ে পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বাড়ির লোকজন আরমিনকে তাৎক্ষনিকভাবে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করে। বোদা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করে। এ ঘটনায় প্রেমিক রাশেদ ইসলামকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বোদা থানার অফিসার্স ইনচার্জ আবু সাঈদ চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত