কথা বলার শিষ্টাচার
আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে মানুষই কেবল কথা বলতে পারে। মানুষ দুই বছর বয়স থেকে কথা বলতে পারলেও কীভাবে কোথায় কোন কথা বলতে হয়, তা শিখতে পুরো জীবন লাগে। তাই সবার অবস্থার চাহিদানুসারে কথা বলা উচিত। তবে কথা যা-ই বলি না কেন, তা সঠিক হওয়া এবং মিথ্যামিশ্রিত না হওয়াই বাঞ্ছনীয়। আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা