Ajker Patrika

খোঁটা দিলে দান নষ্ট হয়

ড. এ এন এম মাসউদুর রহমান
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৫: ২৫
খোঁটা দিলে দান নষ্ট হয়

আল্লাহ তাআলা সমাজে ধনী ও গরিব উভয় শ্রেণির লোকই সৃষ্টি করেছেন। সম্পদের মালিক হওয়া এবং মালিক না হওয়া উভয়টিই আল্লাহর পরীক্ষা। সম্পদশালীর দায়িত্ব হলো, আল্লাহর কৃতজ্ঞতাস্বরূপ সম্পদ ব্যবহার করা এবং গরিবদের দান-সদকা করা। গরিবদের দায়িত্ব হলো, আল্লাহর সিদ্ধান্তে খুশি থেকে ধৈর্যধারণ করা। কিন্তু সমাজে এমন কিছু লোক রয়েছে, যারা দান-সদকা করার পর গরিবদের কাছ থেকে এর প্রতিদান আশা করে। তারা ভাবে আমি তাকে এত কিছু দিলাম, সে আমার অধীনে থাকবে, আমার পক্ষে কথা বলবে, আমাকে সমর্থন করবে। যদি ধনীদের সে আশা পূরণ না হয়, তখন গরিবের মুখোমুখি হয়ে বলতে থাকে, আমি তোমাকে এত কিছু দিলাম আর তুমি আমার এইটুকু কাজ করতে পারলে না। ইসলামে এরূপ করাকে খোঁটা দেওয়া বলে।

যখন কোনো ব্যক্তি তার দানের খোঁটা দেয়, তখন তার সব দান বাতিল হয়ে যায়। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের দানসমূহ বাতিল কোরো না। সে ব্যক্তির মতো, যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও কেয়ামত দিবসের প্রতি। অতএব তার উপমা এমন একটি মসৃণ পাথর, যার ওপর রয়েছে মাটি। এরপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না।’ (সুরা বাকারা: ২৬৪) অর্থাৎ, বৃষ্টির কারণে পাথরের মাটি যেমন পরিষ্কার হয়ে যায়, তেমনি খোঁটা দেওয়ার কারণে দানের সওয়াবসমূহ বাতিল হয়ে যায়। তাই দানকৃত বস্তুর খোঁটা দেওয়া উচিত নয়।

লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত