Ajker Patrika

ইসলামে আত্মশুদ্ধির গুরুত্ব

ড. এ এন এম মাসউদুর রহমান
আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৫: ২২
ইসলামে আত্মশুদ্ধির গুরুত্ব

ব্যক্তি গুণাবলির মধ্যে আত্মশুদ্ধি একটি। এটির মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়। আত্মশুদ্ধি অর্থ নিজের আত্মার শুদ্ধতা। ইসলামে আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। কারণ যে শুদ্ধ থাকে, সে সব কুচিন্তা ও অন্যায় ভাবনা থেকে মুক্ত থাকে। আর যে শুদ্ধ থাকে না, সে সর্বত্র ব্যর্থতার গ্লানিতে পতিত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তা শুদ্ধ করেছে এবং সে ব্যর্থ হয়েছে যে তা কলুষিত করেছে।’ (সুরা আশ-শামস: ৯-১০)

হাদিসে আত্মার শুদ্ধতার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। কেননা, আত্মশুদ্ধির সঙ্গে শারীরিক সুস্থতার সম্পর্ক খুবই নিবিড়। মহানবী (সা.) বলেন, ‘সাবধান! শরীরের মধ্যে একটি গোশতপিণ্ড রয়েছে। তা যখন সুস্থ থাকে তখন পুরো শরীর সুস্থ থাকে। আর তা যখন অসুস্থ হয়ে যায় তখন পুরো শরীর অসুস্থ হয়ে যায়। সাবধান! তা হলো তোমাদের অন্তর বা হৃৎপিণ্ড।’ (বুখারি)

আত্মশুদ্ধির ফলাফল পরকালেও সুখকর। আল্লাহ তাআলা বলেন, ‘স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে। আর এটা হলো তাদের পুরস্কার যারা তাদের মন পরিশুদ্ধ করে।’ (সুরা তোহা: ৭৬)

কেউ যদি মনের শুদ্ধতা অর্জন করে, তবে সে ব্যক্তিগতভাবে লাভবান হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘আর যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করে, সে নিজের জন্যই পরিশুদ্ধি অর্জন করে।’ (সুরা ফাতির: ১৮)

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই। আত্মশুদ্ধির মধ্যেই সফলতা নিহিত। আল্লাহ তাআলা বলেন, ‘অবশ্যই সে সফলতা লাভ করবে, যে আত্মশুদ্ধির পথ অবলম্বন করবে।’ (সুরা আ ‘লা: ১৪)

ড. এ এন এম মাসউদুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত