নিভৃতে ইবাদতের ফজিলত
ইসলামের ফরজ বিধানগুলো পালনের ক্ষেত্রে গোপনীয়তা অবলম্বনের সুযোগ নেই। বরং তা প্রকাশ করেই আদায় করতে হয়। যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। এর বাইরে অন্য নফল ইবাদতগুলো যথাসম্ভব নিভৃতে সম্পাদন করা উত্তম। যেমন দোয়া করা, তাসবিহ ও জিকির করা, নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, নফল সদকা করা ইত্যাদি।