Ajker Patrika

এতিমদের সঙ্গে সদাচার

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১০: ২৯
এতিমদের সঙ্গে সদাচার

মানুষের কাছে এতিমেরা অবহেলিত হলেও আল্লাহর কাছে বড়ই মূল্যবান। পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে আল্লাহ তাআলা তাদের মর্যাদার কথা বলেছেন। তাদের প্রতি সহানুভূতির আচরণ করার নির্দেশ দিয়েছেন। তাদের লালনপালনের দায়িত্ব নিতে বলেছেন। তাদের প্রতি কোনো ধরনের অন্যায়-অবিচার হলে সমাজের সদস্যদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তারা তোমাকে এতিম সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, তাদের পুনর্বাসন করা উত্তম। আর যদি তাদের সঙ্গে তোমরা একত্রে থাক, তবে তারা তো তোমাদেরই ভাই…।’ (সুরা বাকারা: ২২০) অর্থাৎ আপনি যদি তাদের উন্নয়নে কল্যাণমূলক কিছু করতে চান, তাহলে তাদের সার্বিক দেখভালের সুব্যবস্থা করুন।

এতিমদের প্রতিপালন, তাদের পুনর্বাসন এবং সেবাযত্ন হতে হবে নিঃস্বার্থ। তাদের পুঁজি করে নিজের পকেট ভারী করা কখনোই একজন মুমিনের জন্য শোভা পায় না। আল্লাহ তাআলা বলেন, ‘তারা খাবারের প্রতি আসক্তি সত্ত্বেও (আল্লাহর ভালোবাসায়) অভাবী, এতিম ও বন্দীকে খাবার দেয়। (এবং তারা বলে) আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দিই। বিনিময়ে তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না।’ (সুরা দাহর: ৮-৯)

মক্কার কুরাইশরা এতিমদের ওপর জুলুম-নির্যাতন করত। বাবা মারা গেলে চাচা এসে ভাতিজার সকল সম্পদ আত্মসাৎ করে নিত। আল্লাহ তাআলা তাদের এই কাজ নিষিদ্ধ করেন। যারা এতিমের প্রতি অবিচার করে, আল্লাহ তাআলা তাদের তিরস্কার করে বলেন, ‘অসম্ভব, (কখনোই নয়) বরং তোমরা এতিমের সম্মান রক্ষা করো না।’ (সুরা ফজর: ১৭)

এতিমদের ধমক দেওয়াও ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ‘তুমি এতিমের প্রতি কঠোর হইয়ো না।’ (সুরা দুহা: ৯)

লেখক: মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি, মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত