Ajker Patrika

ওপরে ওঠা ও নিচে নামার জিকির

ইজাজুল হক, ঢাকা
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৫৮
ওপরে ওঠা ও নিচে নামার জিকির

জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্মরণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। তাঁর মহিমা কীর্তন বান্দার মনে কোমলতা তৈরি করে এবং ভালো কাজে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করে। আল্লাহর ভয় জাগরূক রাখতে সকল কাজে তাঁর স্মরণ এক উত্তম উপায়। উঁচু স্থানে ওঠার সময় এবং নিচু স্থানে নামার সময় আল্লাহকে স্মরণ করা সুন্নত।

উঁচু স্থান যেমন পাহাড়-পর্বতে চড়া কিংবা কোনো ভবনের ওপরের তলায় ওঠার সময় ‘আল্লাহু আকবার’ এবং নিচের দিকে নামার সময় ‘সুবহানাল্লাহ’ বলা সুন্নত। হাদিসে এসেছে, সাহাবি জাবির (রা.) বলেন, ‘আমরা যখন ওপরের দিকে উঠতাম, তখন “আল্লাহু আকবার” বলতাম। আর যখন নিচের দিকে নামতাম, তখন “সুবহানাল্লাহ” বলতাম। (বুখারি)

অন্য হাদিসে বর্ণিত হয়েছে, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘মহানবী (সা.) ও তাঁর বাহিনী যখন উঁচু জায়গায় চড়তেন, তখন “আল্লাহু আকবার” বলতেন। আর যখন নিচু জায়গায় নামতেন, তখন “সুবহানাল্লাহ” বলতেন।’ (আবু দাউদ)

বহুতল ভবনের কল্যাণে প্রতিদিনই আমরা অসংখ্যবার উপরে উঠি এবং নিচে নামি। কখনো সিঁড়ি বেয়ে, কখনো লিফটে চড়ে। এই সময় মহান আল্লাহর স্মরণ করে এই বাক্য দুটি পড়া বড় সওয়াবের কাজ। এ ক্ষুদ্র আমল মহানবী (সা.)-এর একটি অবহেলিত সুন্নতে প্রাণচাঞ্চল্য দেবে। মহানবী (সা.) বলেন, ‘যে আমার সুন্নত ভালোবাসে, সে অবশ্যই আমাকে ভালোবাসে; আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে।’ (তিরমিজি) অন্য হাদিসে এসেছে, ‘যে আমার সুন্নত জিন্দা করে, সে আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে, সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে।’ (মুসলিম)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত