Ajker Patrika

গাছ লাগানোর ফজিলত

ড. মো. শাহজাহান কবীর
গাছ লাগানোর ফজিলত

পরিবেশ সতেজ ও ভারসাম্যপূর্ণ রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। ইসলাম গাছের পরিচর্যায় বিশেষভাবে উৎসাহ দেয়। সবুজ গাছগাছালি ও বনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীকে সুশোভিত ও সৌন্দর্যমণ্ডিত করেছেন। মহানবী (সা.) গাছ লাগানোর গুরুত্ব অনুধাবন করে নিজ হাতে গাছ লাগিয়েছেন, সাহাবায়ে কেরামকে গাছ লাগাতে ও বাগান করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, ‘মানুষ, পাখি বা পশু যখন তাদের আহার্য গ্রহণ করে, তখন তা তার রোপণকারীর পক্ষে একটি সদকা হিসেবে পরিগণিত হয়।’ (বুখারি ও মুসলিম)

অন্য হাদিসে তিনি এরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো গাছ লাগায়, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিদান দান করেন।’ হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, মক্কা-মদিনার মাঝে অবস্থিত একটি গাছের কাছে যখন তিনি আসতেন, তখন তার নিচে শুয়ে বিশ্রাম করতেন। তিনি বলতেন রাসুলুল্লাহ (সা.) এমন করতেন।

মহানবী (সা.) সৈন্যদের প্রতিপক্ষের কোনো গাছপালা বা শস্যক্ষেত্র ধ্বংস না করতে নির্দেশ দিতেন। মহানবী (সা.) বলতেন, ‘তোমরা কোনো বৃক্ষ উৎপাটন করবে না। গাছ মহান আল্লাহর অমূল্য নেয়ামত। এটি ধ্বংস করলে পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো মানুষও বিলুপ্ত হয়ে যেতে পারে।’

তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং অকারণে বৃক্ষনিধন বন্ধ করতে হবে। প্রয়োজনে একটি পরিপক্ব গাছ কাটার আগে অন্তত তিনটি চারা গাছ লাগাতে হবে। গাছের প্রতিটি পাতা মহান আল্লাহর জিকির করে। সে জিকিরের সওয়াব গাছ রোপণকারীর আমলনামায় যোগ হয়।

লেখক: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত