Ajker Patrika

ইসলামে মানুষের হকের গুরুত্ব

মুহাম্মাদ ইমরান মুস্তফা
ইসলামে মানুষের হকের গুরুত্ব

রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে-ই প্রকৃত মুসলমান।’ (বুখারি) মানুষ হওয়ার জন্য চরিত্রবান হওয়া যেমন জরুরি, তেমনি অন্য মানুষের হক ও অধিকার আদায় করাও জরুরি। মানুষে মানুষে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে। সব সম্পর্কেই কিছু হক, অধিকার ও দায়িত্ব এসে যায়। যেমন সন্তানকে মা-বাবার হক আদায় করতে হয়। মা-বাবাকেও সন্তানের হক আদায় করতে হয়।

এটি ইসলামের নির্দেশনা হিসেবে যেমন জরুরি, তেমনই মানবিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি মানুষ হিসেবে যতটা বড় হবে এবং মানবিকতায় যতটা পূর্ণ হবে, মুমিন হিসেবেও সে ততটা পূর্ণাঙ্গ ও পরিপক্ব হবে। যে লোক বেনামাজি ও গাফিল, তাকে যেমন আপনি পূর্ণ মুমিনের কাতারে স্থান দেন না, তেমনি যে ব্যক্তি মানুষের হক ও অধিকার আদায়ে দায়বোধশূন্য, সেও ইমানের পূর্ণতায় পিছিয়ে বৈকি!

আজকাল মানুষের হকের প্রতি এতটা উদাসীনতা দেখা যায় যে, কোনো কোনো লোক নামাজি, পরহেজগার, তাহাজ্জুদ গুজার এমনকি নিয়মিত কোনো জিকির-ওজিফাও তার ছোটে না; তবে যখন মানুষের হক ও অধিকারের কথা আসে, তখন সে নীরবে মুখ ফিরিয়ে নেয়। পরের হক আদায়ে মোটেও তার হৃদয় গলে না। মা-বাবাকে কষ্ট দেয়। ভাইবোনদের অধিকার গ্রাস করে। মানুষের হক আদায়ে বড়ই খেয়ালিপনা ও উদাসীনতা দেখায়। এমন আচরণের একজন ব্যক্তি যেমন প্রকৃত মুমিন হতে পারে না, তেমনি পূর্ণ মানুষও হতে পারে না। 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত