আবদুল আযীয কাসেমি
একটি প্রাচীন আরবি প্রবাদ আছে—‘মরার জন্যই বেঁচে থাকো এবং ভাঙার জন্যই গড়ো’। কারও জীবন আছে মানে তাকে একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। মৃত্যু হলো ক্ষণস্থায়ী জীবনের শেষ সীমানা। তা পার হয়েই তাকে যাত্রা করতে হয় অনন্তকালের জগতে। এই সীমান্ত পার হওয়ার সময় মানুষ মুখোমুখি হয় কঠিন পরীক্ষার। সে সময় একজনের সঙ্গে অন্যদের কী করণীয়, সে সম্পর্কে চমৎকার নির্দেশনা দিয়েছে ইসলাম।
কোনো ব্যক্তির মধ্যে মৃত্যুর আলামত দেখলে আমাদের করণীয় হলো তাকে কেবলামুখী করে ডান কাত করে শুইয়ে দেওয়া। চিত করে হেলান দিয়ে বসিয়ে রাখাও যেতে পারে। তবে লক্ষ রাখতে হবে, যেন উভয় পা কেবলামুখী থাকে। মাথাও যেন কেবলার দিকে থাকে, তা-ও খেয়াল করতে হবে। এরপর তার সামনে বসে স্বাভাবিক স্বরে কালিমা শাহাদাত পাঠ করা, যেন সে শুনতে পায়। তবে তাকে বলার জন্য জোরাজুরি করা যাবে না। কারণ সে পড়তে অস্বীকার করলে তার ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি হতে পারে। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তির শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে।’ (আবু দাউদ)
এই সময়ে সবচেয়ে আন্তরিক ও প্রিয় মানুষজন তার সামনে থাকা উত্তম। কেননা, সেই সময়টায় মানুষের ওপর প্রচণ্ড ভয় ও আতঙ্ক ভর করে। আপনজনেরা সামনে থাকলে কিছুটা হলেও সান্ত্বনা পাওয়া যায়। তবে মৃত্যুযন্ত্রণা অত্যন্ত ভয়াবহ। তাদের জন্য করণীয় হলো তার সামনে বসে সুরা ইয়াসিন পাঠ করা। মহানবী (সা.) বলেন, ‘কোনো মুমূর্ষু ব্যক্তির সামনে সুরা ইয়াসিন পাঠ করা হলে সে পরিতৃপ্ত অবস্থায় মৃত্যুবরণ করে। তাকে তৃপ্ত অবস্থায় কবরে নামানো হয়। কিয়ামতের দিন তাকে তৃপ্ত অবস্থায় পুনর্জীবিত করা হবে।’ (আবু দাউদ)
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
একটি প্রাচীন আরবি প্রবাদ আছে—‘মরার জন্যই বেঁচে থাকো এবং ভাঙার জন্যই গড়ো’। কারও জীবন আছে মানে তাকে একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। মৃত্যু হলো ক্ষণস্থায়ী জীবনের শেষ সীমানা। তা পার হয়েই তাকে যাত্রা করতে হয় অনন্তকালের জগতে। এই সীমান্ত পার হওয়ার সময় মানুষ মুখোমুখি হয় কঠিন পরীক্ষার। সে সময় একজনের সঙ্গে অন্যদের কী করণীয়, সে সম্পর্কে চমৎকার নির্দেশনা দিয়েছে ইসলাম।
কোনো ব্যক্তির মধ্যে মৃত্যুর আলামত দেখলে আমাদের করণীয় হলো তাকে কেবলামুখী করে ডান কাত করে শুইয়ে দেওয়া। চিত করে হেলান দিয়ে বসিয়ে রাখাও যেতে পারে। তবে লক্ষ রাখতে হবে, যেন উভয় পা কেবলামুখী থাকে। মাথাও যেন কেবলার দিকে থাকে, তা-ও খেয়াল করতে হবে। এরপর তার সামনে বসে স্বাভাবিক স্বরে কালিমা শাহাদাত পাঠ করা, যেন সে শুনতে পায়। তবে তাকে বলার জন্য জোরাজুরি করা যাবে না। কারণ সে পড়তে অস্বীকার করলে তার ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি হতে পারে। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তির শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে।’ (আবু দাউদ)
এই সময়ে সবচেয়ে আন্তরিক ও প্রিয় মানুষজন তার সামনে থাকা উত্তম। কেননা, সেই সময়টায় মানুষের ওপর প্রচণ্ড ভয় ও আতঙ্ক ভর করে। আপনজনেরা সামনে থাকলে কিছুটা হলেও সান্ত্বনা পাওয়া যায়। তবে মৃত্যুযন্ত্রণা অত্যন্ত ভয়াবহ। তাদের জন্য করণীয় হলো তার সামনে বসে সুরা ইয়াসিন পাঠ করা। মহানবী (সা.) বলেন, ‘কোনো মুমূর্ষু ব্যক্তির সামনে সুরা ইয়াসিন পাঠ করা হলে সে পরিতৃপ্ত অবস্থায় মৃত্যুবরণ করে। তাকে তৃপ্ত অবস্থায় কবরে নামানো হয়। কিয়ামতের দিন তাকে তৃপ্ত অবস্থায় পুনর্জীবিত করা হবে।’ (আবু দাউদ)
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫