Ajker Patrika

দরুদ পাঠের গুরুত্ব ও ফজিলত

মুফতি খালিদ কাসেমি
দরুদ পাঠের গুরুত্ব ও ফজিলত

দরুদ অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ আমল। রাসুল (সা.)-এর প্রতি দরুদ পাঠকারীদের আল্লাহ তাআলা বিভিন্ন পুরস্কারে ভূষিত করেন এবং তাদের ওপর অগণিত রহমত বর্ষণ করেন। রাসুল (সা.)-এর প্রতি দরুদ পাঠ করা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক। প্রাপ্তবয়স্ক হওয়ার পর জীবনে একবার দরুদ পাঠ করা ফরজ। এতে কারও দ্বিমত নেই। (তাফসিরে কুরতুবি)

কোনো মজলিশে একাধিকবার হুজুর (সা.)-এর নাম উল্লেখ করা হলে ন্যূনতম একবার দরুদ পাঠ করা ওয়াজিব। তবে প্রত্যেকবার নাম নেওয়ার পর দরুদ পাঠ করা উত্তম। (রদ্দুল মুহতার) রাসুলুল্লাহ (সা.)-এর নাম শোনার পরও যে ব্যক্তি দরুদ পাঠ করে না, হাদিসে তাকে কৃপণ বলা হয়েছে। মহানবী (সা.) বলেন, ‘যার সামনে আমার নাম উল্লেখ করা হলো, অথচ সে আমার প্রতি দরুদ পাঠ করল না, সে প্রকৃতই কৃপণ।’ (মুসনাদে আহমদ)

রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণিত দরুদগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো দরুদে ইব্রাহিম। এর ফজিলত বাকি সকল দরুদের চেয়ে বেশি। নামাজে পাঠ করার জন্য রাসুলুল্লাহ (সা.) এই দরুদ নির্বাচন করেছেন। তাই নামাজে এবং এর বাইরে এই দরুদ পাঠ করা উত্তম।

হাদিসে দরুদ পাঠের বিভিন্ন ফজিলত বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর দশটি রহমত নাজিল করবেন।’ (মিশকাত) তিনি আরও বলেন, ‘কিয়ামতের দিন সেসব লোক আমার খুব কাছে থাকবে, যারা আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করবে।’ (তিরমিজি) 
তাই আসুন, বেশি বেশি দরুদ পাঠ করি এবং এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের প্রভূত কল্যাণ লাভ করি।

লেখক: শিক্ষক ও ইসলাম বিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত