ব্যাটিংয়ে নামার আগেই জয়ের আত্মবিশ্বাস পেয়ে যান শান্তরা
অবশেষে নিউজিল্যান্ডের মাঠে চক্রপূরণ হয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেই জয় পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণেই প্রথমবারের মতো জয় বাংলাদেশের এসেছে এই সপ্তাহে। দুটিই এসেছে নেপিয়ারের ম্যাকলিন পার্কে।