ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
ওয়ানডে সংস্করণে অধিনায়কত্বের ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্টের মতো ওয়ানডে নেতৃত্বে প্রথম জয়টাও পেয়েছেন কিউইদের বিপক্ষে। দুটো জয়ই আবার ঐতিহাসিক। সর্বশেষে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। সিলেটে জেতা সেই ম্যাচে টেস্ট অধিনায়কত্বের অভিষেক হয়েছিল শান্তর।
আজ নেপিয়ারে শান্তর নেতৃত্বে আরেকটি ঐতিহাসিক জয়। নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের।মতো ওয়ানডে জিতল বাংলাদেশ দল। শান্ত গতকালই এক রকম হুঙ্কার দিয়ে রেখেছেন, শেষ ওয়ানডে জয়ের জন্য মাঠে নামবেন তাঁরা।
ম্যাকলিন পার্কে আজ সেই কথা রেখে বেশ গর্বিত শান্ত। নিউজিল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, 'ছেলেরা যেভাবে এই ম্যাচ খেলেছে, সত্যিই গর্বিত। সিরিজের আগে আমরা ভেবেছিলাম এই সিরিজ জিততে পারব। প্রথম দুই ম্যাচ জিততে না পারলেও সৌভাগ্যক্রমে আজ আমরা জিততে পেরেছি।'
সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে আলো ছড়াতে পারেননি বাংলাদেশের বোলাররা। আজ নিউজিল্যান্ডের ১০টি উইকেটই নিয়েছেন তাদের পেস বোলাররা। শান্তর মতে, বোলাররা এ সিরিজ থেকে অনেক কিছু শিখেছে, শেষ ম্যাচে তা কাজেও লাগিয়েছেন তাঁরা। তিনি বললেন, 'বোলাররা অনেক কিছু শিখেছে। তারা ভালো জায়গায় বোলিং করছিল, উইকেট খোঁজা লাগেনি তাদের। আজ বোলাররা যেভাবে বোলিং করেছে তাতে আমি খুশি। আমি (বোলারদের) প্রভাবিত করার চেষ্টা করিনি, শুধু আমার স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করেছি এবং প্রক্রিয়াগুলোতে ফোকাস করেছি।'
৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে চোখের সমস্যা নিয়ে ৫ম ওভারে সৌম্য সরকার মাঠ ছেড়ে বেরিয়ে যান। ক্রিজে আসেন শান্ত। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার এনামুল বিজয়কে সঙ্গে ৫০ বলে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। যার সৌজন্য সহজ জয় পায় বাংলাদেশ।
১৬তম ওভারে আদিত্য আশিকের প্রথম বলে দুই রান নিয়ে দলের জয় ও নিজের ফিফটিও নিশ্চিত করেন শান্ত। ৪১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটার।
ওয়ানডে সংস্করণে অধিনায়কত্বের ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্টের মতো ওয়ানডে নেতৃত্বে প্রথম জয়টাও পেয়েছেন কিউইদের বিপক্ষে। দুটো জয়ই আবার ঐতিহাসিক। সর্বশেষে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। সিলেটে জেতা সেই ম্যাচে টেস্ট অধিনায়কত্বের অভিষেক হয়েছিল শান্তর।
আজ নেপিয়ারে শান্তর নেতৃত্বে আরেকটি ঐতিহাসিক জয়। নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের।মতো ওয়ানডে জিতল বাংলাদেশ দল। শান্ত গতকালই এক রকম হুঙ্কার দিয়ে রেখেছেন, শেষ ওয়ানডে জয়ের জন্য মাঠে নামবেন তাঁরা।
ম্যাকলিন পার্কে আজ সেই কথা রেখে বেশ গর্বিত শান্ত। নিউজিল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, 'ছেলেরা যেভাবে এই ম্যাচ খেলেছে, সত্যিই গর্বিত। সিরিজের আগে আমরা ভেবেছিলাম এই সিরিজ জিততে পারব। প্রথম দুই ম্যাচ জিততে না পারলেও সৌভাগ্যক্রমে আজ আমরা জিততে পেরেছি।'
সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে আলো ছড়াতে পারেননি বাংলাদেশের বোলাররা। আজ নিউজিল্যান্ডের ১০টি উইকেটই নিয়েছেন তাদের পেস বোলাররা। শান্তর মতে, বোলাররা এ সিরিজ থেকে অনেক কিছু শিখেছে, শেষ ম্যাচে তা কাজেও লাগিয়েছেন তাঁরা। তিনি বললেন, 'বোলাররা অনেক কিছু শিখেছে। তারা ভালো জায়গায় বোলিং করছিল, উইকেট খোঁজা লাগেনি তাদের। আজ বোলাররা যেভাবে বোলিং করেছে তাতে আমি খুশি। আমি (বোলারদের) প্রভাবিত করার চেষ্টা করিনি, শুধু আমার স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করেছি এবং প্রক্রিয়াগুলোতে ফোকাস করেছি।'
৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে চোখের সমস্যা নিয়ে ৫ম ওভারে সৌম্য সরকার মাঠ ছেড়ে বেরিয়ে যান। ক্রিজে আসেন শান্ত। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার এনামুল বিজয়কে সঙ্গে ৫০ বলে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। যার সৌজন্য সহজ জয় পায় বাংলাদেশ।
১৬তম ওভারে আদিত্য আশিকের প্রথম বলে দুই রান নিয়ে দলের জয় ও নিজের ফিফটিও নিশ্চিত করেন শান্ত। ৪১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটার।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৩৩ মিনিট আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
১ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
২ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৩ ঘণ্টা আগে