Ajker Patrika

নিউজিল্যান্ডকে ‘চেপে ধরার’ কৌশল জানালেন মেহেদি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২০: ৪৫
নিউজিল্যান্ডকে ‘চেপে ধরার’ কৌশল জানালেন মেহেদি

শেখ মেহেদি হাসানের কাছে ব্যাপারটি যেন এলাম, দেখলাম, জয় করলাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এসেই বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে চলতি সপ্তাহের শনিবার শেষ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে আজ হয়েছে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে উইকেট পেয়েছেন মেহেদি। চতুর্থ বলে মেহেদির অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন টিম সাইফার্ট। সেই ওভারে খরচ করেছেন মাত্র ১ রান। মুহূর্তেই নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১ রান। কিউইরা এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, আবারও মেহেদির আঘাত। পঞ্চম ওভারের পঞ্চম বলে ড্যারিল মিচেলকে বোল্ড করেন মেহেদি।

নিউজিল্যান্ডের তারকা দুই ব্যাটারের উইকেট তো মেহেদি নিয়েছেন। বাংলাদেশের স্পিনার একই সঙ্গে আটকে রেখেছেন কিউইদের রানের চাকাও। ৪ ওভারে ১৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছেন তিনি। মাত্র একটি চার হজম করেছেন। এরপর ব্যাটিংয়ে ১৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে এনে দিয়েছেন ৫ উইকেটের ঐতিহাসিক জয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচসেরা হওয়া মেহেদি ম্যাচ শেষে বলেন, ‘উইকেট কিছুটা মন্থর ছিল। একটা বল ধীরগতিতে এসেছিল, কোনোটাতে টার্ন হচ্ছিল আবার আরেকটা সোজা এসেছিল। গুড লেংথে ধারাবাহিকভাবে বোলিং করছিলাম। তাতে পাওয়ার প্লেতে ভালো করতে পেরেছি এবং দলের জন্য ভালো কিছু এনে দিতে পেরেছি।’

১৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ৯৭ রান। একপ্রান্ত ধরে তখনো খেলছিলেন লিটন দাস। তবু এমন অবস্থা থেকে বাংলাদেশের ম্যাচ হারার ঘটনা রয়েছে অনেক। তবে ৭ নম্বরে ব্যাটিংয়ে নামা এবার আর তা (বাংলাদেশের হার) হতে দেননি। ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ২৫ বলে ৪০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রেখেছেন মেহেদি। ১৯তম ওভারের চতুর্থ বলে অ্যাডাম মিলনেকে চার মেরে তুলির শেষ আঁচড় দিয়েছেন মেহেদি। মেহেদি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই যখন আমি ভালো বোলিং করি, তারপরে ব্যাটিংয়ের সময়ও সেটা আমাকে আত্মবিশ্বাস দেয়। সব সময়ই আমার ব্যাটিং উপভোগ করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত