নিঃসঙ্গ নবজাতক ও আমাদের কাল
সড়ক দুর্ঘটনাকে এখন আমরা আর দুর্ঘটনা বলতে চাই না, বলে থাকি হত্যা। ত্রিশালে একটি পরিবারের বাবা, মা, বোন গত শনিবার ঘটনাস্থলেই নিহত হলেন। শিশুটি মায়ের পেট চিরে বেরিয়ে এল। এই নৃশংস হত্যাকাণ্ডের নায়ক গাড়ির চালক। এর আগেও এই পরিবারের দুজন, শিশুটির চাচা ও দাদার ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হন। শিশুটি যখন জীবনের হি