Ajker Patrika

হাসপাতালের বেসিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২২, ১৭: ০৯
হাসপাতালের বেসিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেসিন থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে হাসপাতালের একজন রোগী বেসিনে হাত ধুতে গিয়ে নবজাতকের মরদেহ দেখতে পায়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় হাসপাতালে আসা একজন রোগী হাত ধুতে গিয়ে করোনার জন্য তৈরি করা বেসিনের মধ্যে ওই নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে পরিচ্ছন্নতাকর্মী অজয় কুমার হুইকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অবহিত হওয়ার পর থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে ফকিরহাট থানার এসআই আবুল হাসেম বলেন, ‘উদ্ধার হওয়া ওই নবজাতক পুত্রসন্তান। কে বা কারা রাতের কোনো একসময় পানির বেসিনে তাকে ফেলে রেখে গেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ জানান, ওই মৃত নবজাতকের ভ্রূণের বয়স ২৩ থেকে ২৪ সপ্তাহ হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত