কবর থেকে প্রসূতিসহ শিশুর লাশ উত্তোলন
নেত্রকোনার বারহাট্টায় পশুচিকিৎসকের অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলার পর তাদের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল রোববার বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরীর উপস্থিতিতে কবর থেকে মা ও নবজাতকের লাশ উত্তোলন করা হয়।