ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
মায়ের পেট ফেটে জন্ম নেওয়া সেই নবজাতক এখন সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে যথাযথ পরিচর্যার জন্য সমাজ সেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ঢাকার আজিমপুরে ছোটমণি নিবাসে তাকে পাঠানোর একটি প্রস্তাব জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিশাল উপজেলা শিশুকল্যাণ বোর্ড।
ত্রিশাল উপজেলা শিশুকল্যাণ বোর্ডের এক সভায় আজ বুধবার দুপুরে এ সিদ্ধান্ত হয় বলে জানান বোর্ডের সদস্য আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি। তিনি বলেন, ‘যেহেতু এই শিশু সুবিধাবঞ্চিত ও বাবা-মার মৃত্যুজনিত কারণে তার পরিচর্যার বিকল্প ব্যবস্থা নাই, সেহেতু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরিচর্যার জন্য তাকে সমাজ সেবা অধিদপ্তরের অধীনস্থ আজিমপুর ছোটমণি নিবাসে প্রেরণের প্রস্তাব করা হবে।’
বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ও শিশুটির চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যসচিব ডা. নজরুল ইসলাম বলেন, ‘চিকিৎসায় শিশুটি জন্ডিস থেকে সেরে উঠেছে। শ্বাসকষ্ট, বুক ও ডান হাতের ফ্র্যাকচার পুরোপুরি ভালো হয়েছে। ফলে সে এখন সম্পূর্ণ সুস্থ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এদিকে শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নাতনিকে হাসপাতাল থেকে আনাসহ তার নাম রেখে আকিকা দেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার জন্মের পর থেকে জেলা প্রশাসন আমাদের পাশে রয়েছে।’
প্রসঙ্গত, গত ১৬ জুলাই বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোর্ট বিল্ডিং এলাকায় ট্রাকচাপায় মারা যান উপজেলার রায়মনি এলাকার জাহাঙ্গীর আলম (৪২), তাঁর স্ত্রী রত্না বেগম (৩২) ও তাঁদের ছয় বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার। দ্রুতগতির একটি ট্রাক বেলা সোয়া ৩টার দিকে ওই দম্পতিসহ তাঁদের কন্যাশিশুকে চাপা দেয়। এতে ওই অন্তঃসত্ত্বা নারীর পেট চিরে বেরিয়ে আসে গর্ভে থাকা শিশু। স্থানীয়রা নিহত দম্পতির আহত সন্তান সানজিদা ও সদ্যোজাত মেয়েকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই সানজিদার মৃত্যু হয়। সদ্যোজাত শিশুটির ডান হাতের দুটি হাড় ভেঙে গেলেও সে বেঁচে যায়।
এ ঘটনায় নিহত জাহাঙ্গীরের বাবা মোস্তাফিজুর রহমান একটি মামলা করেন। গত ১৮ জুলাই রাতে রাজু আহমেদ শিপন নামে ওই ট্রাকচালককে ঢাকার সাভার এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করে ত্রিশাল থানায় হস্তান্তর করে। পরদিন বিকেলে ময়মনসিংহ মুখ্য বিচারিক আদালতে শিপনের দুদিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন তিনি।
মায়ের পেট ফেটে জন্ম নেওয়া সেই নবজাতক এখন সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে যথাযথ পরিচর্যার জন্য সমাজ সেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ঢাকার আজিমপুরে ছোটমণি নিবাসে তাকে পাঠানোর একটি প্রস্তাব জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিশাল উপজেলা শিশুকল্যাণ বোর্ড।
ত্রিশাল উপজেলা শিশুকল্যাণ বোর্ডের এক সভায় আজ বুধবার দুপুরে এ সিদ্ধান্ত হয় বলে জানান বোর্ডের সদস্য আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি। তিনি বলেন, ‘যেহেতু এই শিশু সুবিধাবঞ্চিত ও বাবা-মার মৃত্যুজনিত কারণে তার পরিচর্যার বিকল্প ব্যবস্থা নাই, সেহেতু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরিচর্যার জন্য তাকে সমাজ সেবা অধিদপ্তরের অধীনস্থ আজিমপুর ছোটমণি নিবাসে প্রেরণের প্রস্তাব করা হবে।’
বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ও শিশুটির চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যসচিব ডা. নজরুল ইসলাম বলেন, ‘চিকিৎসায় শিশুটি জন্ডিস থেকে সেরে উঠেছে। শ্বাসকষ্ট, বুক ও ডান হাতের ফ্র্যাকচার পুরোপুরি ভালো হয়েছে। ফলে সে এখন সম্পূর্ণ সুস্থ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এদিকে শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নাতনিকে হাসপাতাল থেকে আনাসহ তার নাম রেখে আকিকা দেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার জন্মের পর থেকে জেলা প্রশাসন আমাদের পাশে রয়েছে।’
প্রসঙ্গত, গত ১৬ জুলাই বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোর্ট বিল্ডিং এলাকায় ট্রাকচাপায় মারা যান উপজেলার রায়মনি এলাকার জাহাঙ্গীর আলম (৪২), তাঁর স্ত্রী রত্না বেগম (৩২) ও তাঁদের ছয় বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার। দ্রুতগতির একটি ট্রাক বেলা সোয়া ৩টার দিকে ওই দম্পতিসহ তাঁদের কন্যাশিশুকে চাপা দেয়। এতে ওই অন্তঃসত্ত্বা নারীর পেট চিরে বেরিয়ে আসে গর্ভে থাকা শিশু। স্থানীয়রা নিহত দম্পতির আহত সন্তান সানজিদা ও সদ্যোজাত মেয়েকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই সানজিদার মৃত্যু হয়। সদ্যোজাত শিশুটির ডান হাতের দুটি হাড় ভেঙে গেলেও সে বেঁচে যায়।
এ ঘটনায় নিহত জাহাঙ্গীরের বাবা মোস্তাফিজুর রহমান একটি মামলা করেন। গত ১৮ জুলাই রাতে রাজু আহমেদ শিপন নামে ওই ট্রাকচালককে ঢাকার সাভার এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করে ত্রিশাল থানায় হস্তান্তর করে। পরদিন বিকেলে ময়মনসিংহ মুখ্য বিচারিক আদালতে শিপনের দুদিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন তিনি।
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
১৭ মিনিট আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের
৩৮ মিনিট আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
১ ঘণ্টা আগে