Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় মা-বাবা-বোনের মৃত্যু হলেও বেঁচে গেল নবজাতক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৯: ৪৫
সড়ক দুর্ঘটনায় মা-বাবা-বোনের মৃত্যু হলেও বেঁচে গেল নবজাতক

ময়মনসিংহের ত্রিশালে রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকচাপায় রত্না (৩০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সন্তান বের হয়ে যায়। নবজাতক এখনো বেঁচে আছে। তবে নবজাতকটি বেঁচে থাকলেও দুর্ঘটনায় বাবা, মা ও বোন নিহত হন। 

নিহত ব্যক্তিরা হলেন ত্রিশাল উপজেলার রাইমনি গ্রামের ফকিরবাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), তাঁর স্ত্রী রত্না (৩০) ও মেয়ে সানজিদা (৬)। 

জানা যায়, আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোট বিল্ডিংসংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী তাজ ও মাহী এন্টারপ্রাইজের একটি মালবাহী ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন মারা যান। তবে মৃত্যুর আগে ওই অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সন্তান বের হয়ে যায়। নবজাতক এখনো বেঁচে আছে। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে। তবে গাড়িচাপায় ভূমিষ্ঠ নবজাতক সুস্থ রয়েছে। ঘটনার পর থেকে চালক পালিয়ে যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত