Ajker Patrika

মমেক হাসপাতাল থেকে ছাড়া পেল সেই নবজাতক

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৪: ৫৫
মমেক হাসপাতাল থেকে ছাড়া পেল সেই নবজাতক

মায়ের পেট ফেটে জন্ম নেওয়া সেই নবজাতক সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সেই নবজাতককে আজ শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) থেকে যথাযথ পরিচর্যার জন্য সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ঢাকার আজিমপুরের ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, ‘এমন একটা শিশুকে চিকিৎসাসেবা দেওয়া গর্বের বিষয়। সবচেয়ে বড় কথা হলো, শিশুটিকে সুস্থ করে আমরা বিদায় দিতে পারছি। আজ শিশুটি চলে যাওয়ায় একটুখানি খারাপ লাগছে। যেখানে থাকে ভালো থাকুক, সেই দোয়া করি।’ 

শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, ‘আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিক, প্রশাসন ও চিকিৎসকেরা আমাদের পাশে না দাঁড়ালে এত মূল্যায়িত কোনো দিন হতে পারতাম না। আমি নিজেও প্রতিবন্ধী। আমার আরও দুইটা নাতি রয়েছে। সবাই একটু খোঁজ-খবর রাখলে আশা করি ভালো থাকব।’ 

ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালিউল্লাহ বলেন, ‘সমস্ত প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে শিশুটিকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে। তার দাদার সামর্থ্য হলে শিশুটি সুস্থ হওয়ার এক বছরের মধ্যে পরিবার নিতে পারবে। ছোটমণি নিবাসে ছয় বছর পর্যন্ত শিশুটি থাকতে পারবে। সেখানে গিয়ে তার দাদা শিশুটিকে দেখে আসতে পারবেন। প্রয়োজন হলে ১৮ বছর পর্যন্ত সরকারের তত্ত্বাবধানে শিশুটি থাকতে পারবে।’ 

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোর্ট বিল্ডিং এলাকায় ট্রাকচাপায় মারা যান উপজেলার রায়মনি এলাকার জাহাঙ্গীর আলম (৪২), তাঁর স্ত্রী রত্না বেগম (৩২) ও তাঁদের ছয় বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার। দ্রুতগতির একটি ট্রাক বেলা সোয়া ৩টার দিকে ওই দম্পতিসহ তাঁদের কন্যাশিশুকে চাপা দেয়। এতে ওই অন্তঃসত্ত্বা নারীর পেট চিরে বেরিয়ে আসে গর্ভে থাকা শিশু। স্থানীয়রা নিহত দম্পতির আহত সন্তান সানজিদা ও সদ্যোজাত মেয়েকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই সানজিদার মৃত্যু হয়। সদ্যোজাত শিশুটির ডান হাতের দুটি হাড় ভেঙে গেলেও সে বেঁচে যায়। 

এ ঘটনায় নিহত জাহাঙ্গীরের বাবা মোস্তাফিজুর রহমান একটি মামলা করেন। গত ১৮ জুলাই রাতে রাজু আহমেদ শিপন নামে ওই ট্রাকচালককে ঢাকার সাভার এলাকা থেকে র‍্যাব গ্রেপ্তার করে ত্রিশাল থানায় হস্তান্তর করে। পরদিন বিকেলে ময়মনসিংহ মুখ্য বিচারিক আদালতে শিপনের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত