বাঁশশিল্প কারিগরদের দুর্দিন
গাইবান্ধার ফুলছড়িতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি শিল্প। একদিকে বাড়তি দাম, অপরদিকে পুঁজি সংকটে বাধ্য হয়েই মহাজনদের খপ্পরে পড়তে হয়েছে এর কারিগরদের। তা ছাড়া বর্তমানে বাঁশের তৈরি পণ্যের তেমন কদর নেই। নানা কারণে বাঁশশিল্পের কারিগরদের এখন দুর্দিন। এতকিছুর পরেও অনেকে এ শিল্পের ওপর ভর করে জীবিকা