দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে আগামীকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইভিএমে ভোট। এ নিয়ে ভোটারদের আড়ষ্টতা কাটাতে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ফলে একদিন আগেই ভোট দেওয়ার সুযোগ পেলেন ভোটাররা। তবে সেটি ‘মক ভোটিং’।
গতকাল রোববার সকালে এখানকার ভোটারদের সহজ উপায়ে বাস্তবিক ধারণা দিতে ‘মক ভোটিং’ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। আর সবকটি ভোটকেন্দ্রের মগ ভোটিং কার্যক্রম পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মানিক। বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে বলে জানান তিনি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ভোটারদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তাঁরা সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোট দেওয়ার জন্য ভিড় জমান। কেন্দ্রে থাকা সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসাররা ভোট দিতে আসা সচেতন ভোটারদের হাতের আঙুলের ফিঙ্গার নিয়ে ভোটার তথ্য যাচাই করছেন। এরপর ভোটাররা পৃথক তিনটি ইভিএম মেশিনে ক, খ, গ বর্ণ অনুযায়ী পছন্দের বর্ণকে ভোট দেন। এসব ভোটকেন্দ্রে পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মানিক বলেন, এই এলাকার ভোটাররা প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন। তাই আমরা কমিশনের পক্ষ থেকে দিনব্যাপী ‘মগ ভোটিং’ কার্যক্রম চালু করেছি। এই প্রক্রিয়ায় ইভিএমে কোনো প্রতীক নেই। শুধু কয়েকটি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ রয়েছে। ভোটাররা শুধু এখান থেকে ভোট প্রদানের একটি বাস্তবিক প্রশিক্ষণ পাচ্ছেন।
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে আগামীকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইভিএমে ভোট। এ নিয়ে ভোটারদের আড়ষ্টতা কাটাতে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ফলে একদিন আগেই ভোট দেওয়ার সুযোগ পেলেন ভোটাররা। তবে সেটি ‘মক ভোটিং’।
গতকাল রোববার সকালে এখানকার ভোটারদের সহজ উপায়ে বাস্তবিক ধারণা দিতে ‘মক ভোটিং’ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। আর সবকটি ভোটকেন্দ্রের মগ ভোটিং কার্যক্রম পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মানিক। বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে বলে জানান তিনি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ভোটারদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তাঁরা সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোট দেওয়ার জন্য ভিড় জমান। কেন্দ্রে থাকা সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসাররা ভোট দিতে আসা সচেতন ভোটারদের হাতের আঙুলের ফিঙ্গার নিয়ে ভোটার তথ্য যাচাই করছেন। এরপর ভোটাররা পৃথক তিনটি ইভিএম মেশিনে ক, খ, গ বর্ণ অনুযায়ী পছন্দের বর্ণকে ভোট দেন। এসব ভোটকেন্দ্রে পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মানিক বলেন, এই এলাকার ভোটাররা প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন। তাই আমরা কমিশনের পক্ষ থেকে দিনব্যাপী ‘মগ ভোটিং’ কার্যক্রম চালু করেছি। এই প্রক্রিয়ায় ইভিএমে কোনো প্রতীক নেই। শুধু কয়েকটি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ রয়েছে। ভোটাররা শুধু এখান থেকে ভোট প্রদানের একটি বাস্তবিক প্রশিক্ষণ পাচ্ছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫