Ajker Patrika

ঘোড়াঘাট পৌর নির্বাচন

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮: ২৩
ঘোড়াঘাট পৌর নির্বাচন

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে আগামীকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইভিএমে ভোট। এ নিয়ে ভোটারদের আড়ষ্টতা কাটাতে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ফলে একদিন আগেই ভোট দেওয়ার সুযোগ পেলেন ভোটাররা। তবে সেটি ‘মক ভোটিং’।

গতকাল রোববার সকালে এখানকার ভোটারদের সহজ উপায়ে বাস্তবিক ধারণা দিতে ‘মক ভোটিং’ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। আর সবকটি ভোটকেন্দ্রের মগ ভোটিং কার্যক্রম পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মানিক। বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে বলে জানান তিনি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ভোটারদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তাঁরা সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোট দেওয়ার জন্য ভিড় জমান। কেন্দ্রে থাকা সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসাররা ভোট দিতে আসা সচেতন ভোটারদের হাতের আঙুলের ফিঙ্গার নিয়ে ভোটার তথ্য যাচাই করছেন। এরপর ভোটাররা পৃথক তিনটি ইভিএম মেশিনে ক, খ, গ বর্ণ অনুযায়ী পছন্দের বর্ণকে ভোট দেন। এসব ভোটকেন্দ্রে পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মানিক বলেন, এই এলাকার ভোটাররা প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন। তাই আমরা কমিশনের পক্ষ থেকে দিনব্যাপী ‘মগ ভোটিং’ কার্যক্রম চালু করেছি। এই প্রক্রিয়ায় ইভিএমে কোনো প্রতীক নেই। শুধু কয়েকটি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ রয়েছে। ভোটাররা শুধু এখান থেকে ভোট প্রদানের একটি বাস্তবিক প্রশিক্ষণ পাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত