Ajker Patrika

ভারতে বাংলাদেশি যুবক আটক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৮: ২১
ভারতে বাংলাদেশি যুবক আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ককোয়াবাড়ি সীমান্তের বিপরীতে ভারতের মাথাভাঙ্গা থানার ছটগাছি গ্রামের লোকজন তিন গরু পারাপারকারীকে ধরে পুলিশে দিয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভারতের ছটগাছি গ্রামে উভয় দেশের ২০ থেকে ২৫ জন গরু পারাপারকারী প্রবেশ করেন। এ সময় ওই গ্রামে কালীপূজা আয়োজনের সভা করছিল স্থানীয়রা। গরু পারাপারকারী প্রবেশ করতে দেখে তাঁরা ধাওয়া করলে অনেকে পালিয়ে যান। এ সময় তিনজন গণধোলাইয়ের শিকার হন। পুলিশ গিয়ে আহত ওই তিনজনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। আটকদের মধ্যে মিলু মিয়া (২৫) নামের এক বাংলাদেশি রয়েছেন। তাঁর বাড়ি পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায়।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশের নাজির গোমানী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার রফিক বলেন, ‘দুজন ভারতীয় ও একজন বাংলাদেশিকে ভারতের গ্রামের লোকজন আটক করে পুলিশকে দিয়েছে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত