গৃহবধূর লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা
দিনাজপুরের বীরগঞ্জে সুমি আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ গত সোমবার রাত ১১টায় উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূ উপজেলার মরিচা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খড়িকাদাম এলাকার বাসিন্দা ফিরোজের স্ত্রী ও এক সন্তানের জননী। তবে সুমি আক্তারের পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।