Ajker Patrika

চলছে শেষ মুহূর্তের প্রচার

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৮: ০৫
চলছে শেষ মুহূর্তের প্রচার

ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচার। হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা। এর পরেই বিধিমালা অনুযায়ী বন্ধ হয়ে যাবে সব ধরনের প্রচার-প্রচারণা। শেষ সময়টুকু কাজে লাগাতে নির্ঘুম সময় পার করছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে এই পৌরসভার নির্বাচন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ থাকবে সব ধরনের প্রচার প্রচারণা। সে অনুযায়ী আজ রোববার রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালানোর সুযোগ পাবেন প্রার্থীরা।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে ৩২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন। শেষ সময়ে পৌরসভার প্রতিটি ভোটারের কাছে পৌঁছার চেষ্টা করছেন প্রার্থীরা। চাইছেন ভোট ও দোয়া। নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিতেও ভুলছেন না প্রার্থীরা।

তবে সাধারণ ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য ব্যক্তি দেখেই ভোট দেবেন তাঁরা। কথার ফুলঝুড়িতে নয়, যাঁরা এলাকার উন্নয়ন করবেন তাদেরই গলায় জয়ের মালা পরাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম জানান, আজ রোববার প্রচারণার শেষ দিন। উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। এবার ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে যথেষ্ট প্রচারণা চালানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। নির্বাচনের দিন পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি টহল দেবে। একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত