ধান কাটা শুরু, খুশি কৃষক
দিনাজপুরে চলতি বছর আমন ধানের ভালো ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠে শোভা পাচ্ছে আমনের আগাম জাতের পাকা সোনালি ধান। ইতিমধ্যে ফসল তুলতে শুরু করেছেন কৃষক। জেলার অনেক জায়গায় তাই ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। গোটা জেলাজুড়ে আমনের আবাদ হলেও আগাম জাতের ধান চিরিরবন্দর, বীরগঞ্জ, কাহারোল, বিরল উপজেলায় চাষ হয় বেশ