দিনজপুর প্রতিনিধি
রোববার (আজ) ঢাকায় জরুরি কাজ থাকায় আগেভাগে প্রস্তুতি নিয়ে শুক্রবার রাতের বাসের টিকিট করে রেখেছিলেন কলেজশিক্ষক আতাউর রহমান। উদ্দেশ্য কাজের পাশাপাশি ছোট ভাই-বোনদের সঙ্গে কিছু সময়ও কাটিয়ে আসবেন। কিন্তু হঠাৎ গণপরিবহন বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন তিনি। বাধ্য হয়ে শনিবার আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেসের একটি টিকিট জোগাড় করেন।
পার্বতীপুরের ছেলে সাঈদ আল সাকিব দিনাজপুরের পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের ছাত্র। হঠাৎ বাস বন্ধ থাকায় শুক্রবার বাড়ি যেতে পারেননি তিনি। বাধ্য হয়ে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেসে রওনা হয়েছেন।
শুধু আতাউর রহমান কিংবা সাকিব নন হঠাৎ গণপরিবহন বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ধর্মঘটের দ্বিতীয় দিন গতকাল শনিবার জনগণের ভোগান্তি ছিল চরমে। অনেকে জরুরি প্রয়োজনে বের হয়ে পড়েন ভোগান্তিতে। গ্রামের অনেক সাধারণ মানুষ ধর্মঘটের খবর না জেনেই বের হয়ে পড়েন বেকায়দায়।
এর আগে কেরোসিন ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল থেকেই দিনাজপুরসহ সারা দেশে ধর্মঘটের ডাক দেয় মোটর পরিবহন মালিক ও শ্রমিকেরা।
শনিবার সকালে দিনাজপুর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীরা টার্মিনালে এসে বাস না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকে আবার প্রয়োজনের তাগিদে ২ / ৩ গুণ বেশি ভাড়া দিয়ে ইজিবাইকে ভেঙে ভেঙে রওনা হন। গণপরিবহন বন্ধ থাকায় বেপরোয়া হয়ে ওছেছে ইজিবাইক, ভ্যান, ভটভটিসহ ছোট যানবাহনগুলো। সুযোগ বুঝে এসব যানবাহনের চালকেরা সাধারণের চেয়ে ২ / ৩ গুণ বেশি ভাড়া আদায় করছেন।
শনিবার দুপুরে দিনাজপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসে তিল ধারণের ঠাঁই নেই। ট্রেন আসার আগেই প্ল্যাটফর্মে ঢাকাগামী মানুষের ভিড়।
দিনাজপুর মোটর পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক রিয়াজ চৌধুরি পিম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে বাস-মিনিবাস, ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান ধর্মঘট চলছে। ধর্মঘটে কোনো যাত্রীবাহী বাস চলাচল করছে না বলে জানান তিনি।
রোববার (আজ) ঢাকায় জরুরি কাজ থাকায় আগেভাগে প্রস্তুতি নিয়ে শুক্রবার রাতের বাসের টিকিট করে রেখেছিলেন কলেজশিক্ষক আতাউর রহমান। উদ্দেশ্য কাজের পাশাপাশি ছোট ভাই-বোনদের সঙ্গে কিছু সময়ও কাটিয়ে আসবেন। কিন্তু হঠাৎ গণপরিবহন বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন তিনি। বাধ্য হয়ে শনিবার আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেসের একটি টিকিট জোগাড় করেন।
পার্বতীপুরের ছেলে সাঈদ আল সাকিব দিনাজপুরের পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের ছাত্র। হঠাৎ বাস বন্ধ থাকায় শুক্রবার বাড়ি যেতে পারেননি তিনি। বাধ্য হয়ে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেসে রওনা হয়েছেন।
শুধু আতাউর রহমান কিংবা সাকিব নন হঠাৎ গণপরিবহন বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ধর্মঘটের দ্বিতীয় দিন গতকাল শনিবার জনগণের ভোগান্তি ছিল চরমে। অনেকে জরুরি প্রয়োজনে বের হয়ে পড়েন ভোগান্তিতে। গ্রামের অনেক সাধারণ মানুষ ধর্মঘটের খবর না জেনেই বের হয়ে পড়েন বেকায়দায়।
এর আগে কেরোসিন ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল থেকেই দিনাজপুরসহ সারা দেশে ধর্মঘটের ডাক দেয় মোটর পরিবহন মালিক ও শ্রমিকেরা।
শনিবার সকালে দিনাজপুর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীরা টার্মিনালে এসে বাস না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকে আবার প্রয়োজনের তাগিদে ২ / ৩ গুণ বেশি ভাড়া দিয়ে ইজিবাইকে ভেঙে ভেঙে রওনা হন। গণপরিবহন বন্ধ থাকায় বেপরোয়া হয়ে ওছেছে ইজিবাইক, ভ্যান, ভটভটিসহ ছোট যানবাহনগুলো। সুযোগ বুঝে এসব যানবাহনের চালকেরা সাধারণের চেয়ে ২ / ৩ গুণ বেশি ভাড়া আদায় করছেন।
শনিবার দুপুরে দিনাজপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসে তিল ধারণের ঠাঁই নেই। ট্রেন আসার আগেই প্ল্যাটফর্মে ঢাকাগামী মানুষের ভিড়।
দিনাজপুর মোটর পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক রিয়াজ চৌধুরি পিম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে বাস-মিনিবাস, ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান ধর্মঘট চলছে। ধর্মঘটে কোনো যাত্রীবাহী বাস চলাচল করছে না বলে জানান তিনি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫