Ajker Patrika

জাতীয় সমবায় দিবস পালন

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ০৮
জাতীয় সমবায় দিবস পালন

নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিন্তারিত:

নবাবগঞ্জ (দিনাজপুর): ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে দিনাজপুরের নবাবগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুরু হয। উপজেলা সমবায় বিভাগ ও উপজেলা প্রসাশন এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা নাছিমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. রাজ্জাক প্রমুখ।

খানসামা (দিনাজপুর): সারা দেশের মত দিনাজপুরের খানসামা উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী।

কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

কাহারোল (দিনাজপুর): দিনাজপুরের কাহারোলে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য শ্রী মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান সভায় সভাপতিত্ব করেন।

ফুলছড়ি (গাইবান্ধা): গাইবান্ধার ফুলছড়িতে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত