Ajker Patrika

ধান কাটা শুরু, খুশি কৃষক

আনিসুল হক জুয়েল (দিনাজপুর)
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ০৬
ধান কাটা শুরু, খুশি কৃষক

দিনাজপুরে চলতি বছর আমন ধানের ভালো ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠে শোভা পাচ্ছে আমনের আগাম জাতের পাকা সোনালি ধান। ইতিমধ্যে ফসল তুলতে শুরু করেছেন কৃষক। জেলার অনেক জায়গায় তাই ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। গোটা জেলাজুড়ে আমনের আবাদ হলেও আগাম জাতের ধান চিরিরবন্দর, বীরগঞ্জ, কাহারোল, বিরল উপজেলায় চাষ হয় বেশি।

জেলায় মোট আমনের প্রায় ৩০ শতাংশ আগাম জাতের ধান এবং সবচেয়ে বেশি চিকন ও সুগন্ধি জাতের ধান আবাদ হয়। চিকন ও সুগন্ধি জাতের ধান উঠতে আরও এক মাস সময় লাগবে। তবে অনেক ক্ষেত্রেই আগাম জাতের ধান লাগানো হয় যাতে ধান কাটার পর আলুসহ রবি ফসল বপনের জন্য সময় পাওয়া যায়।

কৃষকেরা জানান, এ বছর আমন ধানের উৎপাদন হয়েছে একরপ্রতি ৫০-৬০ মণ। খরচ হয়েছে ১৫-২০ হাজার টাকা। প্রতি মণ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২০০ টাকায়। ফলে খরচ বাদ দিয়ে বেশ লাভ হয়েছে কৃষকের। পাশাপাশি তাঁরা আমন ধানের জমিতে আগাম আলুসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষাবাদের সুযোগ পাবেন।

কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় দুই লাখ ৬০ হাজার ৮২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে এবং ১৪ থেকে ১৫ লাখ মেট্রিক টন ধান উৎপন্ন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিরল উপজেলার জয়নুল মুদিখানা এলাকার কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘এবার দুই একর জমিতে আমনের আগাম জাতের ধানের চাষ করেছি, ফলন ভালো হয়েছে। বাজারে ধানের দামও ভালো। এখন ধানের জমিতে আগাম জাতের আলু লাগাব।’

চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের খুনিয়াদিঘী এলাকার কৃষক ছমির উদ্দিন বলেন, ‘প্রায় এক একর জমিতে আগাম জাতের ধান লাগাইছি। এরই মধ্যে তা কাটা প্রায় শেষ। কয়েক বছর ধরে আগাম জাতের ধান আবাদ করি, ধান ওঠার পরে আলু লাগাই। এতে জমি পড়ে থাকে না।’

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক খালেদুর রহমান বলেন, জেলায় আমন মৌসুমে দুই লাখ ৬০ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে ধান কাটাও শুরু হয়েছে। এখন যেগুলো কাটা হচ্ছে তাতে বিঘাপ্রতি ১৮ থেকে ২০/২২ মণ করে ধান পাচ্ছে কৃষক। তবে আর কয়েক দিন পর যেগুলো কাটা হবে সেগুলোর ফলন আরও বেশি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত