Ajker Patrika

তিন দিনে সড়কে গেল ৫ জনের প্রাণ, আহত ৩৫

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ৩৭
তিন দিনে সড়কে গেল ৫ জনের প্রাণ, আহত ৩৫

নীলফামারীর সৈয়দপুরের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি ভ্যানকে চাপা দিলে ভ্যানচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের উপকণ্ঠে রাবেয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর এলাকার জামান আহমেদ (৪৫)। নিহত নারীর পরিচয় মেলেনি।

এদিকে পরপর তিন দিন সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু ও ৩৫ জনের আহত হওয়ায় জনমনে উদ্বেগ বেড়েছে হয়েছে। এর আগে গত বুধবার ট্রাক চাপায় নিহত হন তিনজন। তাঁরা হলেন শহরের ননিয়ামতপুর জুম্মাপাড়ার মৃত ফয়মুদ্দীনের ছেলে জাজাহাঙ্গীর ভান্ডারী (৫৫), শহরের কুন্দল এলাকার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৪৫), শ্বাসকান্দ কুটিপাড়ার ইয়াকুব আলীর ছেলে মো. আলম (৪৭)। এ ছাড়া গত রোববার বিকেল তিনটার দিকে উপজেলার নিয়ামতপুরের রংপুর-দিনাজপুর মহাসড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হন।

স্থানীয়রা একের পর এক সড়ক দুর্ঘটনার জন্য ট্রাফিক ব্যবস্থাকে দায়ী করছেন। নিসচার সৈয়দপুর কমিটির সম্পাদক কামাল ইকবাল ফারুকী বলেন, গাড়িগুলো অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ ড্রাইভাররা বেপরোয়া চালানোর কারণে একের পর এক দুর্ঘটনায় কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত