Ajker Patrika

জেলা প্রশাসনের তদন্ত শুরু

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ৪৭
জেলা প্রশাসনের তদন্ত শুরু

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০ জন কাউন্সিলরের করা দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

গতকাল সোমবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শরিফুল ইসলাম এ শুনানি করেন। এ সময় অভিযুক্ত মেয়র, অভিযোগকারী কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ইজারার রাজস্ব পৌরসভার আয়ের একটি বড় খাত। ইজারার শর্ত অনুযায়ী দরপত্র গ্রহণের সংবাদ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করতে হবে। কিন্তু পৌরসভার মেয়র নীতিবহির্ভূতভাবে পুরো অর্থ গ্রহণ না করে কিস্তি করে অর্থ আদায় করেন। ফলে ইজারার টাকা ইজারাদারেরা সময়মতো পরিশোধ না করায় ১ কোটি টাকা আদায় হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ছাড়া ২০১৭-২১ সাল পর্যন্ত মোট চার বছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপির অর্থসহায়তা তহবিল থেকে প্রাপ্ত ৩ কোটি ১৫ লাখ ২২ হাজার ৫০০ টাকার কোনো টেন্ডার করা হয়নি। বাজেটে বরাদ্দ না থাকলেও ২০২০-২১ অর্থবছরে ১৫ লাখ টাকা পৌরসভার গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে বিধিবহির্ভূতভাবে বিতরণ করা হয়েছে।

আরও জানা যায়, দিনাজপুর পৌরসভায় মাস্টাররোলে ৪১০ জন কর্মচারী কর্মরত আছেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী সুইপার, সুইপার সুপারভাইজার, কেয়ারটেকার, মৌলভি, পুরোহিত ও ডোম ছাড়া চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের সুযোগ না থাকলেও পৌরসভার বিভিন্ন বিভাগে ১৬২ জন অতিরিক্ত কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, যা বিধিসম্মত হয়নি।

শুনানি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শরিফুল ইসলামকে অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি তদন্তাধীন বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না বলে জানান।

এ বিষয়ে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, ‘জনগণ আমাকে ভোট দিয়ে পরপর তিনবার মেয়র নির্বাচিত করেছেন। আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করছি। কোনোটাই (কোনো কাজই) অবৈধভাবে না, আমি করলে লীলা আর আপনি করলে বিলা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত