Ajker Patrika

খাসজমিতে বহুতল ভবন

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ৩৯
খাসজমিতে বহুতল ভবন

নিয়ম না থাকলেও নীলফামারীর ডিমলায় বন্দোবস্ত নেওয়া সরকারি খাসজমিতে নির্মাণ করা হচ্ছে ভবন। দুই মাস ধরে নির্মাণকাজ অব্যাহত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দেখা যায়নি, অথচ মাত্র ৫০০ গজ দূরে ইউপি ভূমি সহকারী কর্মকর্তার অফিস। তবে ভবন নির্মাণকারী ব্যক্তি বাবলু রহমান বন্দোবস্ত নেওয়া জমিতে স্থাপনা নির্মাণ বেআইনি কি না তিনি জানেন না বলেছেন।

অন্যদিকে উপজেলা ত্রাণ শাখার প্রকৌশলী মেজবাহুর রহমান বলেন, উপজেলায় ত্রাণের তিন হাজার একর জমি রয়েছে। যার বিপরীতে সরকার প্রতিবছর ৫৮ লাখ টাকা খাজনা আদায় করে। এ জমিতে বহুতল ভবন নির্মাণ করা যায় না।

জানা যায়, জেলা ত্রাণ শাখার অধীনে উপজেলায় প্রায় তিন হাজার একর ত্রাণ বা খাসজমি রয়েছে। ১৯৫০-৫১ সালে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ১ হাজার ৮৩৬ একর জমি শর্তসাপেক্ষে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মধ্যে বন্দোবস্ত দেয় সরকার। এলাকায় মৃত ফজল উদ্দিনের ছেলে বাবলু রহমান পৈতৃক সূত্রে পাওয়া পাঁচ শতাংশ জমির ওপর ২০১৮ সালে বহুতল ভবন নির্মাণ শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, কলোনিবাজারের পাশেই সরকার থেকে বন্দোবস্ত নেওয়া জমিতে বহুতল ভবনের নির্মাণকাজ করছেন ২০-২৫ জন শ্রমিক। এর মধ্যে শেষ হয়েছে ভবনের প্রথম তলা নির্মাণের কাজ। চলছে দ্বিতীয় তলার ছাদ ঢালাই।

পূর্ব ছাতনাই ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা নবলুর হোসেন বলেন, আইনগতভাবে ত্রাণের জমি ক্রয়-বিক্রয় বৈধ নয়। জমিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ত্রাণের জমিতে কীভাবে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে তা আমার জানা নেই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন বলেন, ত্রাণের সম্পদ ত্রাণ মন্ত্রণালয় ও ত্রাণ শাখা নিয়ন্ত্রণ করে। তবে ডিমলায় যদি ত্রাণের জমিতে কেউ অবৈধভাবে ভবন নির্মাণ করার চেষ্টা করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত