ডেলটার চেয়ে ওমিক্রনের তীব্রতা কম: গবেষণা
দক্ষিণ আফ্রিকার এক গবেষণায় দেখা গেছে, করোনার ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনের ভয়াবহতা কম। গবেষকেরা বলছেন, ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও অন্যান্য রোগে আক্রান্তের ঝুঁকি কম। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।