Ajker Patrika

দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের 

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৮: ০০
দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের 

ডারবান টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের হতাশ করেছিলেন দুই প্রোটিয়া ওপেনার। দ্বিতীয় দিনে এবার দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চাপে ফেললেন বাংলাদেশের বোলাররা। আগের দিনের সঙ্গে এই সেশনে ৮১ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ৮ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৩১৪ রান। 

দিনের শুরুতে খালেদ আহমেদের ঝলক আর শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেনের জোড়া আঘাতে প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 

সেশনের শুরুটাও হয়েছিল স্বপ্নের মতো। খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দিনের ষষ্ঠ ওভারে ২ উইকেট খুইয়েছিল প্রোটিয়ারা। সেট ব্যাটার ভেরেইনাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পরের বলেই উইয়ান মুল্ডারকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করিয়েছেন খালেদ। নতুন বলে ২৯ বছর বয়সী পেসারের দ্যুতিতেই স্বপ্নের চেয়েও সুন্দর শুরু পেয়েছিল বাংলাদেশ। 

মিরাজ-ইবাদতেরা শেষটাও রাঙিয়েছেন দারুণভাবে। গলার কাঁটা হয়ে থাকা টেম্বা বাভুমাকে ওভারের শেষ বলে বোল্ড করেছেন মিরাজ। ইবাদতের পরের ওভারের প্রথম বলে বোল্ড কেশব মহারাজ। সেঞ্চুরির পথে থাকা বাভুমা বোল্ড হয়েছেন ব্যক্তিগত ৯৩ রান করে। এর আগেই অবশ্য ফিরতে পারতেন এই প্রোটিয়া ব্যাটার। ৭৭ রানের সময় ইবাদতের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন, কিন্তু ইয়াসির আলী চৌধুরী তালুবন্দী করতে পারেননি। আর কেশব মহারাজ আউট হওয়ার আগে করেছেন ১৯ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত