Ajker Patrika

শেষ টেস্টেও নেই সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২০: ৩০
শেষ টেস্টেও নেই সাকিব

ডারবানে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এই টেস্টে নেই সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডার গেবেখা (পোর্ট এলিজাবেথের নতুন নাম) টেস্টে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। আপাতত তা হচ্ছে না। শেষ টেস্টেও খেলা হচ্ছে না শীর্ষ অলরাউন্ডারের। 

ওয়ানডে সিরিজ চলকালীন সাকিবের দেশে ফেরার কথা ছিল। তাঁর পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। তখন সাকিবের তৃতীয় ওয়ানডে খেলা নিয়ে দেখা দেয় সংশয়। শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজের সব ম্যাচ খেলেই দেশে ফেরেন বাঁহাতি অলরাউন্ডার। 

পরিবারের সঙ্গে কয়েক দিন সময় কাটিয়ে সাকিব দক্ষিণ আফ্রিকায় যাবেন বলে আশা ছিল। কিন্তু রংধনুর দেশ নয়, সাকিব ঢাকা ছাড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। আজ রাত ৮টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেওয়ার কথা তাঁর। সন্ধ্যায় বড় মেয়ে আলাইনাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে তাঁকে। 

তবে সংবাদমাধ্যম এড়িয়ে গেছেন সাকিব। তাতে করে শেষ টেস্ট তাঁর খেলা-না খেলা নিয়ে নতুন করে যে জল্পনা দেখা দিয়েছিল, সেটির অবসান হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজকের পত্রিকাকে জানিয়েছেন, আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলবেন না সাকিব। ছুটি নিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত